মাত্র সাত দিনের মধ্যেই চিরতরে বিদায় নেবে অর্শ! শুধু সেবন করতে হবে এই পাতার রস; দাবি করছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা

Last Updated:
Rajbala Leaves Cures Piles: পাইলস বা অর্শ একটা শারীরিক সমস্যা। বহু মানুষ এই সমস্যায় ভোগেন। বারবার চিকিৎসা সত্ত্বেও এই রোগ কিন্তু আবার ফিরে আসতে পারে। আসলে পুরোপুরি ভাবে নির্মূল হয় না এই রোগ। ফলে সারা জীবন এই রোগের আশঙ্কা থেকেই যায়।
1/6
পাইলস বা অর্শ একটা শারীরিক সমস্যা। বহু মানুষ এই সমস্যায় ভোগেন। বারবার চিকিৎসা সত্ত্বেও এই রোগ কিন্তু আবার ফিরে আসতে পারে। আসলে পুরোপুরি ভাবে নির্মূল হয় না এই রোগ। ফলে সারা জীবন এই রোগের আশঙ্কা থেকেই যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেকটা বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এর কি কোনও স্থায়ী সমাধান বা চিকিৎসা নেই।
পাইলস বা অর্শ একটা শারীরিক সমস্যা। বহু মানুষ এই সমস্যায় ভোগেন। বারবার চিকিৎসা সত্ত্বেও এই রোগ কিন্তু আবার ফিরে আসতে পারে। আসলে পুরোপুরি ভাবে নির্মূল হয় না এই রোগ। ফলে সারা জীবন এই রোগের আশঙ্কা থেকেই যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেকটা বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এর কি কোনও স্থায়ী সমাধান বা চিকিৎসা নেই।
advertisement
2/6
যার কারণে এই রোগ বারবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই বিষয়ে আয়ুর্বেদ থেকে বিশেষ তথ্য পাওয়া গিয়েছে। এই বিষয়ে বেশ কিছু আয়ুর্বেদিক বিশেষজ্ঞ এবং ভেষজ বিশেষজ্ঞ আলোচনা করেছেন। তাঁদের কাজের অভিজ্ঞতা প্রায় চার-পাঁচ দশকের। আসলে তাঁদের দাবি, আয়ুর্বেদে এমন কিছু ওষুধের উল্লেখ রয়েছে, যা সমূলে উৎপাটন করবে এই রোগ। অর্থাৎ আয়ুর্বেদশাস্ত্রে রয়েছে অর্শের স্থায়ী সমাধান। আর এই ভেষজ বেশ সহজলভ্যও বটে! আর এর নাম হল রাজবলা বা অতিবলা। যা পাইলস এবং ফিশ্চুলার মহৌষধ। (Photo: Collected)
যার কারণে এই রোগ বারবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই বিষয়ে আয়ুর্বেদ থেকে বিশেষ তথ্য পাওয়া গিয়েছে। এই বিষয়ে বেশ কিছু আয়ুর্বেদিক বিশেষজ্ঞ এবং ভেষজ বিশেষজ্ঞ আলোচনা করেছেন। তাঁদের কাজের অভিজ্ঞতা প্রায় চার-পাঁচ দশকের। আসলে তাঁদের দাবি, আয়ুর্বেদে এমন কিছু ওষুধের উল্লেখ রয়েছে, যা সমূলে উৎপাটন করবে এই রোগ। অর্থাৎ আয়ুর্বেদশাস্ত্রে রয়েছে অর্শের স্থায়ী সমাধান। আর এই ভেষজ বেশ সহজলভ্যও বটে! আর এর নাম হল রাজবলা বা অতিবলা। যা পাইলস এবং ফিশ্চুলার মহৌষধ। (Photo: Collected)
advertisement
3/6
অর্শের স্থায়ী চিকিৎসা: সেই ১৯৮২ সাল থেকে ভেষজ নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ বাসুদেব। তিনি বলেন যে, রাজবলা আসলে এমন এক ঔষধি গাছ, যার রস সেবন করলে কয়েক দিনের মধ্যেই পুরোপুরি ভাবে নির্মূল হবে অর্শ। যাঁরা অর্শের মতো রোগে ভুগছেন, তাঁদের রাজবলা পাতার নির্যাস থেকে তৈরি রস পান করতে হবে। মাত্র সাত দিনের চিকিৎসায় রক্তপাতের সমস্যা চিরতরে বিদায় নেবে।
অর্শের স্থায়ী চিকিৎসা: সেই ১৯৮২ সাল থেকে ভেষজ নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ বাসুদেব। তিনি বলেন যে, রাজবলা আসলে এমন এক ঔষধি গাছ, যার রস সেবন করলে কয়েক দিনের মধ্যেই পুরোপুরি ভাবে নির্মূল হবে অর্শ। যাঁরা অর্শের মতো রোগে ভুগছেন, তাঁদের রাজবলা পাতার নির্যাস থেকে তৈরি রস পান করতে হবে। মাত্র সাত দিনের চিকিৎসায় রক্তপাতের সমস্যা চিরতরে বিদায় নেবে।
advertisement
4/6
সেবন করার উপায়: পতঞ্জলি আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বিগত ৪৫ বছর ধরে এই নিয়েই কাজ করছেন। তাঁর বক্তব্য, প্রতিদিন রাজবলার ৫টি করে পাতা সেবন করলে অর্শরোগীদের সমস্যা দূর হবে। প্রথমে এই গাছ থেকে পাঁচটি তাজা পাতা তুলে এনে তা বেটে রস বার করে নিতে হবে। এবার রাজবলা পাতার রস ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে পান করতে হবে। দিন সাতেক ধরে এই কায়দায় রাজবলা পাতার রস পান করলে অর্শের যে কোনও ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে মনে রাখা আবশ্যক যে, রাজবলা গাছের ৫টি পাতার রস এক দিনেই পান করা উচিত। আসলে যেহেতু এই রস ঠান্ডা প্রকৃতির, তাই অতিরিক্ত পরিমাণে এটি সেবন করলে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা বাড়তে পারে।
সেবন করার উপায়: পতঞ্জলি আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বিগত ৪৫ বছর ধরে এই নিয়েই কাজ করছেন। তাঁর বক্তব্য, প্রতিদিন রাজবলার ৫টি করে পাতা সেবন করলে অর্শরোগীদের সমস্যা দূর হবে। প্রথমে এই গাছ থেকে পাঁচটি তাজা পাতা তুলে এনে তা বেটে রস বার করে নিতে হবে। এবার রাজবলা পাতার রস ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে পান করতে হবে। দিন সাতেক ধরে এই কায়দায় রাজবলা পাতার রস পান করলে অর্শের যে কোনও ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে মনে রাখা আবশ্যক যে, রাজবলা গাছের ৫টি পাতার রস এক দিনেই পান করা উচিত। আসলে যেহেতু এই রস ঠান্ডা প্রকৃতির, তাই অতিরিক্ত পরিমাণে এটি সেবন করলে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা বাড়তে পারে।
advertisement
5/6
ফিশ্চুলার ক্ষেত্রেও কার্যকর: ভেষজ বিশেষজ্ঞ বাসুদেবের মতে, রাজবলা বা অতিবলা গাছের পাতা থেকে এর রস বার করে সেবন করা হলে তা অর্শের জন্য অত্যন্ত কার্যকর। শুধু তা-ই নয়, এটা ফিশ্চুলার জন্যও অত্যন্ত উপযোগী। প্রতিদিন জলের সঙ্গে মিশিয়ে এই গাছের পাঁচটি পাতার রস পান করা উচিত। সপ্তাহ খানেকের মধ্যেই পরিবর্তনটা চোখে পড়বে।
ফিশ্চুলার ক্ষেত্রেও কার্যকর: ভেষজ বিশেষজ্ঞ বাসুদেবের মতে, রাজবলা বা অতিবলা গাছের পাতা থেকে এর রস বার করে সেবন করা হলে তা অর্শের জন্য অত্যন্ত কার্যকর। শুধু তা-ই নয়, এটা ফিশ্চুলার জন্যও অত্যন্ত উপযোগী। প্রতিদিন জলের সঙ্গে মিশিয়ে এই গাছের পাঁচটি পাতার রস পান করা উচিত। সপ্তাহ খানেকের মধ্যেই পরিবর্তনটা চোখে পড়বে।
advertisement
6/6
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement