Radhashtami Vrat 2023: আজ রাধাষ্টমীর পুণ্যতিথিতে এই কাজগুলি করলে জীবন ভরে থাকবে অর্থ, সুখ ও প্রেমে

Last Updated:
Radhashtami Vrat 2023: রাধাষ্টমীকে অত্যন্ত পবিত্র তিথি বলে মনে করা হয়
1/7
আজ, শনিবার পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমীতে পালিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি।
আজ, শনিবার পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত। ভাদ্রমাসের শুক্লাপক্ষের অষ্টমীতে পালিত হয় শ্রীরাধিকার আবির্ভাব তিথি।
advertisement
2/7
রাধাষ্টমীকে অত্যন্ত পবিত্র তিথি বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এই তিথি পালন করলে পাপস্খালনের পর পুণ্যসঞ্চয় হয়।
রাধাষ্টমীকে অত্যন্ত পবিত্র তিথি বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এই তিথি পালন করলে পাপস্খালনের পর পুণ্যসঞ্চয় হয়।
advertisement
3/7
জ্যোতিষ মতে এই তিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। সেগুলি পালন করলে জীবনে সুখশান্তি বিরাজ করে। জীবনে প্রেম চিরস্থায়ী হয়। অর্থকষ্ট আসে না।
জ্যোতিষ মতে এই তিথিতে পালনীয় কিছু রীতিনীতি আছে। সেগুলি পালন করলে জীবনে সুখশান্তি বিরাজ করে। জীবনে প্রেম চিরস্থায়ী হয়। অর্থকষ্ট আসে না।
advertisement
4/7
এই তিথিতে ব্রতধারীরা উপবাস পালন করেন। পরে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়।
এই তিথিতে ব্রতধারীরা উপবাস পালন করেন। পরে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয়।
advertisement
5/7
রাধাষ্টমীর পুণ্যতিথিতে রাধাকৃষ্ণের সোনার বা রুপোর লকেট পরিধান করা শুভ বলে মনে করা হয়।
রাধাষ্টমীর পুণ্যতিথিতে রাধাকৃষ্ণের সোনার বা রুপোর লকেট পরিধান করা শুভ বলে মনে করা হয়।
advertisement
6/7
বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা শুভ বলে মনে করা হয় এই তিথিতে। সেই বিগ্রহকে যথাবিধি নিয়ম মেনে পূজা অর্চনা করুন।
বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা শুভ বলে মনে করা হয় এই তিথিতে। সেই বিগ্রহকে যথাবিধি নিয়ম মেনে পূজা অর্চনা করুন।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement