Purulia Tourism: পুরুলিয়ার 'এই' পর্যটনকেন্দ্রটি সেরার সেরা, বারে বারে গেলেও এখানে যাওয়া হয়নি? বড় মিস করে ফেলেছেন

Last Updated:
Purulia Tourism: শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির নির্জন কোলে সময় কাটাতে চান ? তাহলে এবারের পুজোয় ঘুরে আসুন পুরুলিয়ার দুয়ারসিনি। বান্দোয়ানের বুকে লুকিয়ে থাকা এক অপরূপ পর্যটন কেন্দ্র, যা অপেক্ষা করছে ঠিক আপনার জন্য!
1/8
*শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির নির্জন কোলে সময় কাটাতে চান? তাহলে এবারের পুজোয় ঘুরে আসুন পুরুলিয়ার দুয়ারসিনি। বান্দোয়ানের বুকে লুকিয়ে থাকা এক অপরূপ পর্যটন কেন্দ্র, যা অপেক্ষা করছে ঠিক আপনার জন্য। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
*শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির নির্জন কোলে সময় কাটাতে চান? তাহলে এবারের পুজোয় ঘুরে আসুন পুরুলিয়ার দুয়ারসিনি। বান্দোয়ানের বুকে লুকিয়ে থাকা এক অপরূপ পর্যটন কেন্দ্র, যা অপেক্ষা করছে ঠিক আপনার জন্য। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/8
*পাহাড়, ঘন সবুজ বন আর নদীর মায়ায় মোড়া দুয়ারসিনি আদিবাসী সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। শাল, পিয়াল আর শিমুল গাছের ঘন অরণ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী, যার নীরব কলধ্বনি যেন আপনাকে টেনে নিয়ে যাবে প্রকৃতির গভীরে।
*পাহাড়, ঘন সবুজ বন আর নদীর মায়ায় মোড়া দুয়ারসিনি আদিবাসী সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। শাল, পিয়াল আর শিমুল গাছের ঘন অরণ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী, যার নীরব কলধ্বনি যেন আপনাকে টেনে নিয়ে যাবে প্রকৃতির গভীরে।
advertisement
3/8
*দুয়ারসিনির গ্রামটি যেমন সাজানো গোছানো, তেমনই সুন্দর সেখানকার প্রকৃতি। শাল, পিয়াল, শিমুল, পলাশ, বহেরা গাছের জঙ্গল গোটা গ্রামে ছড়িয়ে আছে। জঙ্গলে রয়েছে হাতি, ভাল্লুক, বুনো শূকর, শেয়ালের দল। গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে সাতগুরুং নদী।
*দুয়ারসিনির গ্রামটি যেমন সাজানো গোছানো, তেমনই সুন্দর সেখানকার প্রকৃতি। শাল, পিয়াল, শিমুল, পলাশ, বহেরা গাছের জঙ্গল গোটা গ্রামে ছড়িয়ে আছে। জঙ্গলে রয়েছে হাতি, ভাল্লুক, বুনো শূকর, শেয়ালের দল। গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে সাতগুরুং নদী।
advertisement
4/8
*বান্দোয়ান থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই দুয়ারসিনি তার শান্ত পরিবেশ, নির্মল বাতাস ও নির্জনতার জন্য ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। বিশেষ করে উইকেন্ড বা পুজোর সময় এখানে প্রকৃতিপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো।
*বান্দোয়ান থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই দুয়ারসিনি তার শান্ত পরিবেশ, নির্মল বাতাস ও নির্জনতার জন্য ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। বিশেষ করে উইকেন্ড বা পুজোর সময় এখানে প্রকৃতিপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো।
advertisement
5/8
*দুয়ারসিনিতে থাকার জন্য রাজ্য সরকারের বন উন্নয়ন নিগমের ‘দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র’ নামে কটেজ রয়েছে। অনলাইনে বুক করতে হয় ঘর। ভাড়া এক থেকে দু'হাজর টাকা প্রতি রাতে। এসির বন্দোবস্ত রয়েছে ঘরে, রয়েছে ডরমেটারিও। যেখানে থাকার পাশাপাশি খাবারও সুবন্দোবস্ত রয়েছে।
*দুয়ারসিনিতে থাকার জন্য রাজ্য সরকারের বন উন্নয়ন নিগমের ‘দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র’ নামে কটেজ রয়েছে। অনলাইনে বুক করতে হয় ঘর। ভাড়া এক থেকে দু'হাজর টাকা প্রতি রাতে। এসির বন্দোবস্ত রয়েছে ঘরে, রয়েছে ডরমেটারিও। যেখানে থাকার পাশাপাশি খাবারও সুবন্দোবস্ত রয়েছে।
advertisement
6/8
*কটেজ থেকে কিছুটা এগোতেই দেখা মিলবে একটি অপূর্ব ভিউ পয়েন্টের, যেখান থেকে আপনি ৩৬০ ডিগ্রি কোণে চোখ মেললেই দেখতে পাবেন চারপাশের বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে দুয়ারসিনির মোহময় সৌন্দর্য যেন আরও কাছ থেকে ধরা দেয়। সবুজ পাহাড়, বনভূমি আর নির্মল আকাশ মিলিয়ে এক অপার্থিব অভিজ্ঞতা এনে দেয় এই স্থানটি।
*কটেজ থেকে কিছুটা এগোতেই দেখা মিলবে একটি অপূর্ব ভিউ পয়েন্টের, যেখান থেকে আপনি ৩৬০ ডিগ্রি কোণে চোখ মেললেই দেখতে পাবেন চারপাশের বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে দুয়ারসিনির মোহময় সৌন্দর্য যেন আরও কাছ থেকে ধরা দেয়। সবুজ পাহাড়, বনভূমি আর নির্মল আকাশ মিলিয়ে এক অপার্থিব অভিজ্ঞতা এনে দেয় এই স্থানটি।
advertisement
7/8
*দুয়ারসিনি পুরুলিয়ার কংসাবতী নদীর তীরে একটি গাছগাছালি পূর্ণ এলাকা। বনের মধ্যে নিরিবিলি এই স্থান অফবিট ডেস্টিনেশন হিসেবে অনেকেরই প্রথম পছন্দের তালিকায়। বছরের প্রায় সারাটা দিনেই দুয়ারসিনির আবহাওয়া বেশ মনোরম থাকলেও এই বর্ষার সময়ই হল দুয়ারসিনি ভ্রমণের সেরা সময়।
*দুয়ারসিনি পুরুলিয়ার কংসাবতী নদীর তীরে একটি গাছগাছালি পূর্ণ এলাকা। বনের মধ্যে নিরিবিলি এই স্থান অফবিট ডেস্টিনেশন হিসেবে অনেকেরই প্রথম পছন্দের তালিকায়। বছরের প্রায় সারাটা দিনেই দুয়ারসিনির আবহাওয়া বেশ মনোরম থাকলেও এই বর্ষার সময়ই হল দুয়ারসিনি ভ্রমণের সেরা সময়।
advertisement
8/8
*নির্জনতা, প্রকৃতির রূপ আর একটুখানি আত্মবিশ্রামের খোঁজে যদি আপনি ছুটে যেতে চান, তাহলে এই পুজোতেই পরিকল্পনা করে ফেলুন দুয়ারসিনি ভ্রমণের। পুরুলিয়ার প্রাকৃতিক রত্ন দুয়ারসিনি আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে।
*নির্জনতা, প্রকৃতির রূপ আর একটুখানি আত্মবিশ্রামের খোঁজে যদি আপনি ছুটে যেতে চান, তাহলে এই পুজোতেই পরিকল্পনা করে ফেলুন দুয়ারসিনি ভ্রমণের। পুরুলিয়ার প্রাকৃতিক রত্ন দুয়ারসিনি আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে।
advertisement
advertisement
advertisement