Purulia Famous Chop: মুখে লেগে থাকবে এই চপের স্বাদ! গরম-গরম মুচমুচে, একবার খেলে কখনও ভুলবেন না, কোথায় বলুন তো?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
প্রতিদিন ১১০০ থেকে ১২০০ পিস চপ বিক্রি হয় এই দোকান থেকে , একবার খেলে ভুলতে পারবেন না আপনিও!
advertisement
advertisement
advertisement
advertisement
আগে তার বাবা এই দোকান চালাত। বর্তমানে তারা দুই ভাই মিলে এই দোকান চালাচ্ছেন। এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন , এই এলাকায় এই চপের দোকান খুবই বিখ্যাত। তারা মাঝের মধ্যেই এই চপের দোকান থেকে চপ কিনে থাকেন। দুর্দান্ত পেস্ট এই দোকানের চপের। পরিষ্কার পরিচ্ছন্নভাবে চপ তৈরি করা হয় এখানে। তাই অন্যান্য দোকান থাকতেও তারা এই দোকান থেকেই চপ কিনে থাকেন।
advertisement