HMPV Protection: ভারতেও এইচএমপিভির হানা, আতঙ্কে নয়, সচেতনতায় থাকুন, কাপড়ের মাস্ক না কি সার্জিক্যাল মাস্ক? কোনটি কার্যকর...

Last Updated:
HMPV Virus Protection Tips: অনেকেরই ধারণা ছিল, শিশু বা বয়স্কদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ কিন্তু শঙ্কা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার কথায়৷ চিনি জানিয়েছেন, কেবল শিশু বা বয়স্ক নয়, যে কোনও মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷
1/11
হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে অনেকেই ভয়ে রয়েছে৷ কথায় রয়েছে, ‘‘ঘরপোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’’ কয়েক বছর আগেই এমনই এক ভাইরাসে সারা পৃথিবী ত্রস্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু কেন্দ্র জানাচ্ছে এই নিয়ে ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই৷
হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে অনেকেই ভয়ে রয়েছে৷ কথায় রয়েছে, ‘‘ঘরপোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’’ কয়েক বছর আগেই এমনই এক ভাইরাসে সারা পৃথিবী ত্রস্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু কেন্দ্র জানাচ্ছে এই নিয়ে ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই৷
advertisement
2/11
গত কয়েকদিনে বেঙ্গালুরু, নাগপুর, কলকাতা শিশুর দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস মেলার খবর ছড়াতেই এ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তবে সাবধান হওয়ায় ক্ষতি নেই।
গত কয়েকদিনে বেঙ্গালুরু, নাগপুর, কলকাতা শিশুর দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস মেলার খবর ছড়াতেই এ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তবে সাবধান হওয়ায় ক্ষতি নেই।
advertisement
3/11
অনেকেরই ধারণা ছিল, শিশু বা বয়স্কদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ কিন্তু শঙ্কা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার কথায়৷ চিনি জানিয়েছেন, কেবল শিশু বা বয়স্ক নয়, যে কোনও মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ তবে আতঙ্কের কোনও কারণ নেই৷
অনেকেরই ধারণা ছিল, শিশু বা বয়স্কদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ কিন্তু শঙ্কা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার কথায়৷ চিনি জানিয়েছেন, কেবল শিশু বা বয়স্ক নয়, যে কোনও মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ তবে আতঙ্কের কোনও কারণ নেই৷
advertisement
4/11
চিকিৎসকরা তাও জানিয়েছেন, ভয় নয়, সচেতনতা দরকার৷ বিশেষ করে সাবান এবং জল দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাত চোখে, নাকে বা মুখে না দেওয়া, হাঁচি-কাশির সময়ে নাক-মুখ ঢেকে নেওয়ার উপর জোর দিতে বলা হয়েছে।
চিকিৎসকরা তাও জানিয়েছেন, ভয় নয়, সচেতনতা দরকার৷ বিশেষ করে সাবান এবং জল দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাত চোখে, নাকে বা মুখে না দেওয়া, হাঁচি-কাশির সময়ে নাক-মুখ ঢেকে নেওয়ার উপর জোর দিতে বলা হয়েছে।
advertisement
5/11
অর্থাৎ, কোভিড সময়ে যে অভ্যাস ওত কষ্ট করে রপ্ত করেছিলেন, সেগুলোই আবার একবার ঝালিয়ে নিন৷ পাশাপাশি যাঁদের শরীরে কোনও ধরনের উপসর্গ রয়েছে, তাঁদের খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
অর্থাৎ, কোভিড সময়ে যে অভ্যাস ওত কষ্ট করে রপ্ত করেছিলেন, সেগুলোই আবার একবার ঝালিয়ে নিন৷ পাশাপাশি যাঁদের শরীরে কোনও ধরনের উপসর্গ রয়েছে, তাঁদের খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
6/11
বেঙ্গালুরুতে দুই শিশু ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গত সোমবার কয়েক দফা নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার। তাতে হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একই রুমাল বার বার ব্যবহার না করা এমন নানা নিয়মবিধি রয়েছে।
বেঙ্গালুরুতে দুই শিশু ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গত সোমবার কয়েক দফা নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার। তাতে হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একই রুমাল বার বার ব্যবহার না করা এমন নানা নিয়মবিধি রয়েছে।
advertisement
7/11
ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক রবি শেখর ঝা জানিয়েছেন, শ্বাসজনিত সংক্রমণ বা এইচএমভি ঠেকাতে কাপড়ের মাস্কই ন্যূনতম সুরক্ষা দিতে পারে৷ তবে কাশি, হাঁচির সময় নির্গত বায়ুবাহিত কণা বড় হলে সেটি কাপড়ের মাস্ক ঠেকাতে পারে৷ তবে যদি ভাইরাসের সূক্ষ্ম কণা হয়, তাহলে কাপড়ের মাস্ক ব্যবহার করবেন না৷
ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক রবি শেখর ঝা জানিয়েছেন, শ্বাসজনিত সংক্রমণ বা এইচএমভি ঠেকাতে কাপড়ের মাস্কই ন্যূনতম সুরক্ষা দিতে পারে৷ তবে কাশি, হাঁচির সময় নির্গত বায়ুবাহিত কণা বড় হলে সেটি কাপড়ের মাস্ক ঠেকাতে পারে৷ তবে যদি ভাইরাসের সূক্ষ্ম কণা হয়, তাহলে কাপড়ের মাস্ক ব্যবহার করবেন না৷
advertisement
8/11
চিকিৎসকের কথায়, অসুস্থ ব্যক্তির হাঁচি, কাশির সময় নির্গত অপেক্ষাকৃত সূক্ষ্ম কণা প্রতিরোধের জন্য সার্জিক্যাল মাস্কই একমাত্র কার্যকর৷ তবে সবচেয়ে ভাল সুরক্ষা বর্ম হল এন নাইনটি ফাইভ৷ বায়ুবাহিত ভাইরাসকে প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত আচকাতে পারে এই এন নাইটিফাইভ মাস্ক৷ অত্যন্ত জনবহুল স্থানে যেতে হলে বা অসুস্থ ব্যক্তির কাছাকাছি যেতে হলে এই ধরনের মাস্ক উপযুক্ত৷
চিকিৎসকের কথায়, অসুস্থ ব্যক্তির হাঁচি, কাশির সময় নির্গত অপেক্ষাকৃত সূক্ষ্ম কণা প্রতিরোধের জন্য সার্জিক্যাল মাস্কই একমাত্র কার্যকর৷ তবে সবচেয়ে ভাল সুরক্ষা বর্ম হল এন নাইনটি ফাইভ৷ বায়ুবাহিত ভাইরাসকে প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত আচকাতে পারে এই এন নাইটিফাইভ মাস্ক৷ অত্যন্ত জনবহুল স্থানে যেতে হলে বা অসুস্থ ব্যক্তির কাছাকাছি যেতে হলে এই ধরনের মাস্ক উপযুক্ত৷
advertisement
9/11
মাস্ক পরার নিয়মকানুনমাস্ক শুধু কিনলেই হল না, তা ঠিকমতো বসছে কি না দেখা দরকার৷
মাস্ক পরার নিয়মকানুনমাস্ক শুধু কিনলেই হল না, তা ঠিকমতো বসছে কি না দেখা দরকার৷
advertisement
10/11
অনেকে খুব বেশি টাইট মাস্ক পরেন৷ মনে করেন এতে ভাইরাস আটকানো সক্ষম কিন্তু, তা খারাপ বই ভাল নয়৷ এতে শ্বাস নিতে কষ্ট হয়৷ তবে খেয়াল রাখতে হবে যাতে, বেশি আলগা না হয়৷ সার্জিক্যাল মাস্ক পরার পর মুখের দু’পাশে ফাঁক থাকলে সেখান থেকেও ভাইরাস আক্রমণ করতে পারে৷ তাই খেয়াল রাখুন নাকের দু’পাশ যেন কোনও কারণে ঢাকা না থাকে৷
অনেকে খুব বেশি টাইট মাস্ক পরেন৷ মনে করেন এতে ভাইরাস আটকানো সক্ষম কিন্তু, তা খারাপ বই ভাল নয়৷ এতে শ্বাস নিতে কষ্ট হয়৷ তবে খেয়াল রাখতে হবে যাতে, বেশি আলগা না হয়৷ সার্জিক্যাল মাস্ক পরার পর মুখের দু’পাশে ফাঁক থাকলে সেখান থেকেও ভাইরাস আক্রমণ করতে পারে৷ তাই খেয়াল রাখুন নাকের দু’পাশ যেন কোনও কারণে ঢাকা না থাকে৷
advertisement
11/11
এবার কী ধরনের মাস্ক আদর্শ চিকিৎসকদের মতে ধুলো বালি থেকে রক্ষা পেতে গেলে কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে৷ তবে ভাইরাস থেকে বাড়তি সুরক্ষার দরকার হলে, এননাইটিফাইভ পরতে পারেন৷ তা না পেলে সার্জিক্যাল মাস্কও পরা যেতে পারে৷ কিন্তু তার উপরে বিনা কারণে সার্জিক্যাল মাস্ক কেনার প্রয়োজন নেই৷
এবার কী ধরনের মাস্ক আদর্শ চিকিৎসকদের মতে ধুলো বালি থেকে রক্ষা পেতে গেলে কাপড়ের মাস্ক ব্যবহার করা যেতে পারে৷ তবে ভাইরাস থেকে বাড়তি সুরক্ষার দরকার হলে, এননাইটিফাইভ পরতে পারেন৷ তা না পেলে সার্জিক্যাল মাস্কও পরা যেতে পারে৷ কিন্তু তার উপরে বিনা কারণে সার্জিক্যাল মাস্ক কেনার প্রয়োজন নেই৷
advertisement
advertisement
advertisement