HMPV Protection: ভারতেও এইচএমপিভির হানা, আতঙ্কে নয়, সচেতনতায় থাকুন, কাপড়ের মাস্ক না কি সার্জিক্যাল মাস্ক? কোনটি কার্যকর...
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
HMPV Virus Protection Tips: অনেকেরই ধারণা ছিল, শিশু বা বয়স্কদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ কিন্তু শঙ্কা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডার কথায়৷ চিনি জানিয়েছেন, কেবল শিশু বা বয়স্ক নয়, যে কোনও মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক রবি শেখর ঝা জানিয়েছেন, শ্বাসজনিত সংক্রমণ বা এইচএমভি ঠেকাতে কাপড়ের মাস্কই ন্যূনতম সুরক্ষা দিতে পারে৷ তবে কাশি, হাঁচির সময় নির্গত বায়ুবাহিত কণা বড় হলে সেটি কাপড়ের মাস্ক ঠেকাতে পারে৷ তবে যদি ভাইরাসের সূক্ষ্ম কণা হয়, তাহলে কাপড়ের মাস্ক ব্যবহার করবেন না৷
advertisement
চিকিৎসকের কথায়, অসুস্থ ব্যক্তির হাঁচি, কাশির সময় নির্গত অপেক্ষাকৃত সূক্ষ্ম কণা প্রতিরোধের জন্য সার্জিক্যাল মাস্কই একমাত্র কার্যকর৷ তবে সবচেয়ে ভাল সুরক্ষা বর্ম হল এন নাইনটি ফাইভ৷ বায়ুবাহিত ভাইরাসকে প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত আচকাতে পারে এই এন নাইটিফাইভ মাস্ক৷ অত্যন্ত জনবহুল স্থানে যেতে হলে বা অসুস্থ ব্যক্তির কাছাকাছি যেতে হলে এই ধরনের মাস্ক উপযুক্ত৷
advertisement
advertisement
অনেকে খুব বেশি টাইট মাস্ক পরেন৷ মনে করেন এতে ভাইরাস আটকানো সক্ষম কিন্তু, তা খারাপ বই ভাল নয়৷ এতে শ্বাস নিতে কষ্ট হয়৷ তবে খেয়াল রাখতে হবে যাতে, বেশি আলগা না হয়৷ সার্জিক্যাল মাস্ক পরার পর মুখের দু’পাশে ফাঁক থাকলে সেখান থেকেও ভাইরাস আক্রমণ করতে পারে৷ তাই খেয়াল রাখুন নাকের দু’পাশ যেন কোনও কারণে ঢাকা না থাকে৷
advertisement