মেয়েদের ডিম্বাশয়েও ঢুকে পড়েছে 'প্লাস্টিক'! চমকে গিয়েছেন চিকিৎসকরাও...কী বলছে গবেষণা?

Last Updated:
Plastic in ovary: ইতিমধ্যেই বহু গবেষণায় দেখা গিয়েছে যে, প্লাস্টিকের কণিকা শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছে যাচ্ছে। তবে এবার সেই কণিকা পৌঁছে গিয়েছে মেয়েদের ডিম্বাশয়েও। পরিণাম জানলে শিউরে উঠবেন।
1/8
এবার মেয়েদের ডিম্বাশয়েও পাওয়া গেল প্লাস্টিকের কণা। যার ফল ভয়ঙ্কর হতে পারে। এই প্রথমবার কোনও মহিলার ডিম্বাশয়ে প্লাস্টিক কণিকা পাওয়া গিয়েছে।
এবার মেয়েদের ডিম্বাশয়েও পাওয়া গেল প্লাস্টিকের কণা। যার ফল ভয়ঙ্কর হতে পারে। এই প্রথমবার কোনও মহিলার ডিম্বাশয়ে প্লাস্টিক কণিকা পাওয়া গিয়েছে। (Representative Image: AI) 
advertisement
2/8
প্লাস্টিক আজকের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছোটখাটো জিনিস থেকে শুরু করে বিমান পর্যন্ত—সবেতেই প্লাস্টিক ব্যবহার হচ্ছে। তাই আজকের বিশ্বে প্লাস্টিকহীন জীবন ভাবাই যায় না। ইতিমধ্যেই বহু গবেষণায় দেখা গিয়েছে যে, প্লাস্টিকের কণিকা শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছে যাচ্ছে। তবে এবার সেই কণিকা পৌঁছে গিয়েছে মেয়েদের ডিম্বাশয়েও।
প্লাস্টিক আজকের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছোটখাটো জিনিস থেকে শুরু করে বিমান পর্যন্ত—সবেতেই প্লাস্টিক ব্যবহার হচ্ছে। তাই আজকের বিশ্বে প্লাস্টিকহীন জীবন ভাবাই যায় না। ইতিমধ্যেই বহু গবেষণায় দেখা গিয়েছে যে, প্লাস্টিকের কণিকা শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গে পৌঁছে যাচ্ছে। তবে এবার সেই কণিকা পৌঁছে গিয়েছে মেয়েদের ডিম্বাশয়েও। (Representative Image: AI) 
advertisement
3/8
সম্প্রতি একটি পরীক্ষায় দেখা গিয়েছে, একজন মহিলার ডিম্বাশয়ের ফলিকুলার তরলে প্লাস্টিক কণিকা রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, কারণ ডিম্বাশয়ে প্লাস্টিকের উপস্থিতি সরাসরি প্রজনন ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে মহিলাদের বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে।
সম্প্রতি একটি পরীক্ষায় দেখা গিয়েছে, একজন মহিলার ডিম্বাশয়ের ফলিকুলার তরলে প্লাস্টিক কণিকা রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, কারণ ডিম্বাশয়ে প্লাস্টিকের উপস্থিতি সরাসরি প্রজনন ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে মহিলাদের বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। (Representative Image: AI) 
advertisement
4/8
জার্নাল Ecotoxicology and Environmental Safety-তে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ইতালির সালের্নো শহরে ১৮ জন নিঃসন্তান মহিলার ডিম্বাশয় পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১৪ জনের ফলিকুলার তরলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে।
জার্নাল Ecotoxicology and Environmental Safety-তে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ইতালির সালের্নো শহরে ১৮ জন নিঃসন্তান মহিলার ডিম্বাশয় পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১৪ জনের ফলিকুলার তরলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। (Representative Image: AI) 
advertisement
5/8
ডিম্বাণু গঠিত হয় ডিম্বাশয়ে। এই ডিম্বাণুকে পুষ্টি ও প্রয়োজনীয় উপাদান সরবরাহ করার জন্য এর চারপাশে তৈরি হয় ফলিকুলার তরল। এই তরল ডিম্বাণুর সঙ্গে সঙ্কেত আদান-প্রদান করে। ফলে এই তরলে প্লাস্টিক থাকলে তা ডিম্বাণুর সঠিক পুষ্টি ও বিকাশে বাধা সৃষ্টি করবে। যার সরাসরি প্রভাব পড়বে সন্তান ধারণের ক্ষমতার ওপর।
ডিম্বাণু গঠিত হয় ডিম্বাশয়ে। এই ডিম্বাণুকে পুষ্টি ও প্রয়োজনীয় উপাদান সরবরাহ করার জন্য এর চারপাশে তৈরি হয় ফলিকুলার তরল। এই তরল ডিম্বাণুর সঙ্গে সঙ্কেত আদান-প্রদান করে। ফলে এই তরলে প্লাস্টিক থাকলে তা ডিম্বাণুর সঠিক পুষ্টি ও বিকাশে বাধা সৃষ্টি করবে। যার সরাসরি প্রভাব পড়বে সন্তান ধারণের ক্ষমতার ওপর। (Representative Image: AI) 
advertisement
6/8
The Guardian-এর প্রতিবেদন অনুযায়ী, ফলিকুলার তরলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি হরমোনের ভারসাম্যও নষ্ট করতে পারে। এর ফলে আরও নানা ধরনের প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
The Guardian-এর প্রতিবেদন অনুযায়ী, ফলিকুলার তরলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি হরমোনের ভারসাম্যও নষ্ট করতে পারে। এর ফলে আরও নানা ধরনের প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। (Representative Image: AI) 
advertisement
7/8
এই গবেষণার প্রধান এবং রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইজ়ি মন্টানো জানিয়েছেন, “আমরা এখন জানার চেষ্টা করছি ফলিকুলার তরলে থাকা মাইক্রোপ্লাস্টিক মহিলাদের প্রজনন স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে।”
এই গবেষণার প্রধান এবং রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইজ়ি মন্টানো জানিয়েছেন, “আমরা এখন জানার চেষ্টা করছি ফলিকুলার তরলে থাকা মাইক্রোপ্লাস্টিক মহিলাদের প্রজনন স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে।” (Representative Image: AI) 
advertisement
8/8
এই গবেষণা ভবিষ্যতের চিকিৎসাব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা বলেই ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এখন থেকেই মহিলাদের প্লাস্টিকের সংস্পর্শ যতটা সম্ভব কমানো উচিত। ভবিষ্যতে মহিলাদের বন্ধ্যাত্ব সংক্রান্ত পরীক্ষায় ডিম্বাশয়ে মাইক্রোপ্লাস্টিক আছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। ফলে ফার্টিলিটি ট্রিটমেন্টের পদ্ধতিতেও আসছে বড় পরিবর্তন।
এই গবেষণা ভবিষ্যতের চিকিৎসাব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা বলেই ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এখন থেকেই মহিলাদের প্লাস্টিকের সংস্পর্শ যতটা সম্ভব কমানো উচিত। ভবিষ্যতে মহিলাদের বন্ধ্যাত্ব সংক্রান্ত পরীক্ষায় ডিম্বাশয়ে মাইক্রোপ্লাস্টিক আছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে। ফলে ফার্টিলিটি ট্রিটমেন্টের পদ্ধতিতেও আসছে বড় পরিবর্তন। (Representative Image: AI) 
advertisement
advertisement
advertisement