অনিয়মিত খাওয়া দাওয়া, অসংলগ্ন জীবন যাপন, সময়ের ইঁদুর দৌড়ে যেন কোনও ভাবেই শরীরের দিকে নজর দেওয়ার আর সময় পর্যন্ত নেই ৷ এই অনিয়মিত জীবন যাপনই অনেকাংশেই চুলের অকালপক্কতার জন্য দায়ী ৷ অসময়ে সাদা চুল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে চুলে রং করার প্রবণতা একটা ধারাবাহিকতায় পরিণত হয়েছে ৷ যার ফলে চুলের গোড়া আলগা হতে থাকে ৷ অনেকেরই চুলের এই কৃত্রিম রং সহ্য হয়না ৷ চুলে খুশকি দেখা দেয়, এছাড়াও চুলের গোড়ায় চুলকানি ফলেও ঝড়তে থাকে চুল ৷ এইগুলি কোনও সমস্যা নয় সমস্যার উপসর্গ মাত্র ৷ এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রইল কিছু ঘরোয়া সমাধান সূত্র ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
অ্যালোয়বেরা : চুলের যে কোনও সমস্যায় মন্ত্রের মত কাজ করে থাকে অ্যালোয়বেরা ৷ চুলের অকাল পক্কতা রোধ করে চুলকে রেশ্মি ও মোলায়িম করে তোলে ৷ চুলপড়া রোধ করে ৷ চুল ঘন কালো করে তোলে ৷ অ্যালোয়বেরা জেলের সঙ্গে লেবু মিশিয়ে চুলের গোড়ায় হাল্কা করে মালিশ করলে কিছুদিনের মধ্যেই পল পাবেন ৷ অকালপক্কতা ও অকালে চুল ঝড়ে যাওয়া আটকায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
আমলকি : চুলের গোড়া মজবুত করতে আমলকির অনেক কাজে আসে ৷ আমলকি খেলে বা আমলকির রস মাথায় লাগালে চুল কালো হয়ে থাকে ৷ শুদুই খাদ্য তালিকায় আমলকি রাখলেই হবে না, মেহেন্দির সঙ্গে মিশিয়ে চুলের মালিশ করলেও ফল পাওয়া যাবে ৷ এছাড়াও আমলকি ছোট ছোট টুকরো করে নারকেলের সঙ্গে মিশিয়ে ঈষৎ উষ্ণ গরম করে তা সম্পূর্ণ ঠান্ডা হলে চুলে লাগান দেখবেন ফল পাবেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
