মাসিকের ব্যথা নিমেষে হবে গায়েব! নিয়ম করে করতে হবে এই ক’টা ব্যায়াম
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আর কেন কষ্ট পাবেন পিরিয়ডসের ব্যথায়(Perion Pain)? করুন এই সব যোগব্যায়াম (Yoga) আর কষ্ট থেকে মুক্তি পান৷
•বর্তমান দিনে কাজের চাপে আমরা সকলেই ভীষণ ব্যস্ত। তবে সুদূর অতীত থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের শারীরিক-মানসিক সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এই যোগব্যায়াম করার অনেক সুবিধা রয়েছে। প্রতি দিন কমপক্ষে ২০ মিনিটের জন্য সকলকে যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। এমন অনেক যোগাসন রয়েছে, যা আমাদের সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে পারে। আবার এমনও কিছু যোগাসন আছে, যা পিরিয়ডের সময় মহিলাদের ব্যথা থেকে মুক্তি দিতেও সহায়তা করে।
advertisement
advertisement
•উষ্ট্রাসন (Ustrasana) Butterfly Asana Marjariasana--এই আসনটি করার জন্য আপনাকে হাঁটুতে উপর ভর দিয়ে কিছুটা নিল ডাউনের ভঙ্গিতে বসতে হবে। এর পর আপনার শরীরকে পিছনের দিকে হেলিয়ে দু'টি হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরুন। শ্বাস নেওয়ার সময় মেরুদণ্ড প্রসারিত করুন এবং ঘাড়ে কোনও রকম চাপ না দিয়ে বসুন। এই অবস্থায় থাকাকালীন কিছুটা শ্বাস নিতে থাকুন। এর পর শ্বাস ছাড়ার সময় আপনার আগের অবস্থানে ফিরে যান, হাতগুলি আপনার কোমরের কাছে রাখুন এবং সোজা হন। এই আসনটি করার সময় আপনাকে মনে রাখতে হবে, আপনার হাঁটু যেন কাঁধের সমান্তরালে এবং পায়ের নিচের অংশ যেন আকাশের দিকে থাকে।
advertisement
•প্রজাপতি আসন (Butterfly Asana)--এই আসনটি করালে ঋতুস্রাবের ব্যথা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এবং প্রজনন অঙ্গও শক্তিশালী হয়। এটি করার জন্য আপনার দু'টি পা সামনের দিকে ছড়িয়ে বসুন এবং মেরুদণ্ড সোজা রাখুন। এর পর হাঁটুকে মুড়িয়ে দু'টি পায়ের নিচের অংশ জোড়া লাগান, এর পর আপনার পা দু'টি হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন। গোড়ালিগুলিকে যৌনাঙ্গের খুব কাছে রাখার চেষ্টা করুন এবং প্রজাপতির ডানার মতো উভয় পা উপরে এবং নিচে ওঠানো-নামানো শুরু করুন। এটি করার সময় শ্বাস-প্রশ্বাস নিন।
advertisement