হ্যাঁ, বাঙালির বারো মাসে তেরো পার্বনের শুরুতেই পয়লা বৈশাখ৷ আর বাঙালির পয়লা মানেই জমিয়ে পেটপুজো ৷ কলকাতার দুই রেস্তোরাঁ এবার সেই পেটপুজোতেই এনেছেন একেবারে নতুন ট্যুইস্ট ৷ যেখানে বাঙালির পছন্দের খাবার তো থাকছেই, সঙ্গে থাকছে আধুনিকত্বের ছোঁয়া ৷ আর এই দুই রেস্তোরাঁ হল চিলেকোঠা ও ট্র্যাফিক গ্যাস্ট্রোপাব ৷