মেনুতে থাকছে ছানা কড়াইশুঁটির চপ, কলকাতা ফিশ ফ্রাই, হিং আলুর দম, ভাজা মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা মুরগি, বাঙালি মটন কারি, কাজু পোলাও, বাঁসমতি ভাত, লুচি, লাচ্ছা পরোটা, পুদিনা পরোটা; আম পোড়া শরবত, কোকোনাট মোজিটো, গন্ধরাজ মোজিটো, রাবড়ি, গুলাব জামুন ইত্যাদি।