Poila Baisakh: বাংলা নববর্ষে হরেক রকম বাঙালি খাবারের ডালি নিয়ে হাজির দক্ষিণ কলকাতার এই ক্যাফে

Last Updated:
Poila Baisakh: বাকি আর হাতে গোনা মাত্র দুদিন। আর তারপরই কলকাতাবাসী বরণ করবে বাংলা নববর্ষকে। আর যে কোনও আনন্দ অনুষ্ঠান কী খাওয়া-দাওয়া ছাড়া হতে পারে? একেবারেই নয়।
1/5
বাকি আর হাতে গোনা মাত্র দুদিন। আর তারপরই কলকাতাবাসী বরণ করবে বাংলা নববর্ষকে। আর যে কোনও আনন্দ অনুষ্ঠান কী খাওয়া-দাওয়া ছাড়া হতে পারে? একেবারেই নয়।
বাকি আর হাতে গোনা মাত্র দুদিন। আর তারপরই কলকাতাবাসী বরণ করবে বাংলা নববর্ষকে। আর যে কোনও আনন্দ অনুষ্ঠান কী খাওয়া-দাওয়া ছাড়া হতে পারে? একেবারেই নয়।
advertisement
2/5
তাই এবার নববর্ষে যদি বাড়িতে রান্না করতে ইচ্ছে না হয় কিন্তু বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনকে নিয়ে বাইরে কোথাও বাঙালি খাবার খাবেন ভাবছেন! তাহলে কিন্তু এই ঠিকানাটা আপনার জন্য।
তাই এবার নববর্ষে যদি বাড়িতে রান্না করতে ইচ্ছে না হয় কিন্তু বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনকে নিয়ে বাইরে কোথাও বাঙালি খাবার খাবেন ভাবছেন! তাহলে কিন্তু এই ঠিকানাটা আপনার জন্য।
advertisement
3/5
এবছর 'ক্যাফে ড্রিফটার', বাঙালিয়ানার স্বাদ আরও ভরপুর করতে সেজে ওঠেছে রকমারি খাবারের সঙ্গে। স্ট্যার্টার, মেন কোর্স থেকে ডের্সাট সব খাবারেই এলাহি আয়োজন।
এবছর 'ক্যাফে ড্রিফটার', বাঙালিয়ানার স্বাদ আরও ভরপুর করতে সেজে ওঠেছে রকমারি খাবারের সঙ্গে। স্ট্যার্টার, মেন কোর্স থেকে ডের্সাট সব খাবারেই এলাহি আয়োজন।
advertisement
4/5
মেনুতে থাকছে ছানা কড়াইশুঁটির চপ, কলকাতা ফিশ ফ্রাই, হিং আলুর দম, ভাজা মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা মুরগি, বাঙালি মটন কারি, কাজু পোলাও, বাঁসমতি ভাত, লুচি, লাচ্ছা পরোটা, পুদিনা পরোটা; আম পোড়া শরবত, কোকোনাট মোজিটো, গন্ধরাজ মোজিটো, রাবড়ি, গুলাব জামুন ইত‍্যাদি।
মেনুতে থাকছে ছানা কড়াইশুঁটির চপ, কলকাতা ফিশ ফ্রাই, হিং আলুর দম, ভাজা মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা মুরগি, বাঙালি মটন কারি, কাজু পোলাও, বাঁসমতি ভাত, লুচি, লাচ্ছা পরোটা, পুদিনা পরোটা; আম পোড়া শরবত, কোকোনাট মোজিটো, গন্ধরাজ মোজিটো, রাবড়ি, গুলাব জামুন ইত‍্যাদি।
advertisement
5/5
১৪ থেকে ১৭ এপ্রিল ২০২৩ সকাল ৮টা থেকে রাত ১১টা অবধি পাওয়া যাবে এই বিশেষ সব পদ। ঠিকানা P-৫৪৭, লেক রোড, হেমন্ত মুখার্জি সরণি, কলকাতা ৭০০০২৯। এই ক্যাফেতে দুজনের খাওয়ার খরচ আনুমানিক ১২০০ টাকা।
১৪ থেকে ১৭ এপ্রিল ২০২৩ সকাল ৮টা থেকে রাত ১১টা অবধি পাওয়া যাবে এই বিশেষ সব পদ। ঠিকানা P-৫৪৭, লেক রোড, হেমন্ত মুখার্জি সরণি, কলকাতা ৭০০০২৯। এই ক্যাফেতে দুজনের খাওয়ার খরচ আনুমানিক ১২০০ টাকা।
advertisement
advertisement
advertisement