Plastic Bucket Cleaning Tips: বাথরুমের বালতিতে কালো ছোপ! নোংরা বালতিতে হাত দিতে গা গিনগিন করে! মাত্র ২ মিনিটেই প্লাস্টিকের বালতি করুন ঝকঝকে...

Last Updated:
Plastic Bucket Cleaning Tips: বাথরুমের নোংরা, চিপচিপে প্লাস্টিকের বালতিকে মাত্র ২ মিনিটে ঝকঝকে করে তুলুন। সস্তার কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে সহজেই পুরনো দাগ তুলুন। ঝামেলা ছাড়াই বালতি হবে নতুনের মতো পরিষ্কার...
1/8
প্লাস্টিকের বালতি মাসের পর মাস এমনকি বছরের পর বছর পর্যন্ত ব্যবহার করা যায়, কিন্তু মাত্র এক-দুই মাসের মধ্যেই তা গন্ধযুক্ত ও বিবর্ণ হয়ে যায়। এমন বালতি দেখতে যেমন খারাপ লাগে, তেমনি বাড়ির সৌন্দর্যও কমে যায়। তাই আজ জানুন এমন কিছু সহজ ঘরোয়া টিপস, যেগুলো দিয়ে মাত্র ২ মিনিটেই আপনার বালতি হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে।
প্লাস্টিকের বালতি মাসের পর মাস এমনকি বছরের পর বছর পর্যন্ত ব্যবহার করা যায়, কিন্তু মাত্র এক-দুই মাসের মধ্যেই তা গন্ধযুক্ত ও বিবর্ণ হয়ে যায়। এমন বালতি দেখতে যেমন খারাপ লাগে, তেমনি বাড়ির সৌন্দর্যও কমে যায়। তাই আজ জানুন এমন কিছু সহজ ঘরোয়া টিপস, যেগুলো দিয়ে মাত্র ২ মিনিটেই আপনার বালতি হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে।
advertisement
2/8
আপনি যখন বাথরুমে ঢুকেন আর চোখে পড়ে একেবারে নোংরা বালতি, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা সকলেই চাই যে ঘরের প্রতিটি কোণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। কিন্তু বালতি ও মগের নিয়মিত ব্যবহারের কারণে সেগুলোর গায়ে জলের দাগ ও সাদা আবরণ জমে যায়। যা পুরো বাথরুমের সৌন্দর্য নষ্ট করে।
আপনি যখন বাথরুমে ঢুকেন আর চোখে পড়ে একেবারে নোংরা বালতি, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা সকলেই চাই যে ঘরের প্রতিটি কোণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। কিন্তু বালতি ও মগের নিয়মিত ব্যবহারের কারণে সেগুলোর গায়ে জলের দাগ ও সাদা আবরণ জমে যায়। যা পুরো বাথরুমের সৌন্দর্য নষ্ট করে।
advertisement
3/8
যদি অতিথি বাড়িতে আসে আর প্রথমেই চোখে পড়ে নোংরা বালতি, তাহলে বাড়ি যতই পরিষ্কার হোক না কেন, সেটার ছাপ থেকেই যায়। তাই চলুন জেনে নিই কম পরিশ্রমে কীভাবে বালতিকে নতুনের মতো চকচকে করে তোলা যায়।
যদি অতিথি বাড়িতে আসে আর প্রথমেই চোখে পড়ে নোংরা বালতি, তাহলে বাড়ি যতই পরিষ্কার হোক না কেন, সেটার ছাপ থেকেই যায়। তাই চলুন জেনে নিই কম পরিশ্রমে কীভাবে বালতিকে নতুনের মতো চকচকে করে তোলা যায়।
advertisement
4/8
ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করুন: হালকা গরম জলে আধা কাপ সাদা ভিনেগার ও দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণে বালতিকে ঘষুন। যদি দাগ বেশি হয়, তবে সেই জল দিয়ে বালতিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং পরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করুন: হালকা গরম জলে আধা কাপ সাদা ভিনেগার ও দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণে বালতিকে ঘষুন। যদি দাগ বেশি হয়, তবে সেই জল দিয়ে বালতিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং পরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/8
লেবু ও নুন ব্যবহার করুন: আরেকটি সহজ উপায় হল দুইটি লেবু কেটে তার মধ্যে এক চিমটে নুন লাগিয়ে বালতির দাগের উপর ঘষা। এরপর কিছুটা নুন ছড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে স্ক্রাব করুন। তারপর ঘন সারের মিশ্রণ তৈরি করে পুরো বালতিতে ঘষুন। শেষে জল দিয়ে ধুয়ে ফেললেই বালতি ঝকঝকে হয়ে উঠবে।
লেবু ও নুন ব্যবহার করুন: আরেকটি সহজ উপায় হল দুইটি লেবু কেটে তার মধ্যে এক চিমটে নুন লাগিয়ে বালতির দাগের উপর ঘষা। এরপর কিছুটা নুন ছড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে স্ক্রাব করুন। তারপর ঘন সারের মিশ্রণ তৈরি করে পুরো বালতিতে ঘষুন। শেষে জল দিয়ে ধুয়ে ফেললেই বালতি ঝকঝকে হয়ে উঠবে।
advertisement
6/8
ব্লিচ দিয়ে পরিষ্কার করুন: পুরনো দাগ পরিষ্কার করতে এক চতুর্থাংশ কাপ ব্লিচ জল মিশিয়ে তাতে বালতি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে ব্রাশ দিয়ে স্ক্রাব করুন। ব্লিচ ব্যবহারের সময় অবশ্যই গ্লাভস পরুন। তারপর সারের ঘন মিশ্রণ দিয়ে পুরোটা স্ক্রাব করলে ফল মিলবে সঙ্গে সঙ্গেই।
ব্লিচ দিয়ে পরিষ্কার করুন: পুরনো দাগ পরিষ্কার করতে এক চতুর্থাংশ কাপ ব্লিচ জল মিশিয়ে তাতে বালতি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে ব্রাশ দিয়ে স্ক্রাব করুন। ব্লিচ ব্যবহারের সময় অবশ্যই গ্লাভস পরুন। তারপর সারের ঘন মিশ্রণ দিয়ে পুরোটা স্ক্রাব করলে ফল মিলবে সঙ্গে সঙ্গেই।
advertisement
7/8
ডিটারজেন্ট ও গরম জল: এই পদ্ধতি সবচেয়ে সহজ। ২ লিটার জল গরম করে তাতে ডিটারজেন্ট মিশিয়ে নিন। সেটা ফুটে উঠলে গ্যাস থেকে নামিয়ে ২-৩টি লেবুর রস মেশান। অর্ধেক জল বালতির ভিতরে দিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। বাকি জল ব্রাশে লাগিয়ে বাইরের অংশে স্ক্রাব করুন। ভালোভাবে ফেনা তুলুন। ফেনা কম হলে আরও ডিটারজেন্ট যোগ করুন।
ডিটারজেন্ট ও গরম জল: এই পদ্ধতি সবচেয়ে সহজ। ২ লিটার জল গরম করে তাতে ডিটারজেন্ট মিশিয়ে নিন। সেটা ফুটে উঠলে গ্যাস থেকে নামিয়ে ২-৩টি লেবুর রস মেশান। অর্ধেক জল বালতির ভিতরে দিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। বাকি জল ব্রাশে লাগিয়ে বাইরের অংশে স্ক্রাব করুন। ভালোভাবে ফেনা তুলুন। ফেনা কম হলে আরও ডিটারজেন্ট যোগ করুন।
advertisement
8/8
এই উপায়গুলো প্রয়োগ করলে আপনার পুরনো প্লাস্টিকের বালতিও আবার নতুনের মতো ঝকঝকে দেখাবে!
এই উপায়গুলো প্রয়োগ করলে আপনার পুরনো প্লাস্টিকের বালতিও আবার নতুনের মতো ঝকঝকে দেখাবে!
advertisement
advertisement
advertisement