Monsoon in Goa: বর্ষায় বদলে যায় গোয়ার চেহারা! উপভোগ করুন দুধসাগরের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Monsoon in Goa: দুধসাগরের উপরে ব্রিজ, তার উপর দিয়ে চলছে ট্রেন। বর্ষাকালে রুদ্ররূপ নেয় এই জলপ্রপাত। এ দৃশ্য যদি আপনি একবারও উপভোগ না করেন, তবে আপনার গোয়া ভ্রমণই বৃথা।
সুন্দরী গোয়া। তারসঙ্গে যদি একটু বৃষ্টির জলের ফোঁটা জমে কাঁচে তবে আপনার ট্রিপ রোম্যান্টিক হয়ে উঠতে বাধ্য। দেশ-বিদেশ থেকে পর্যটকেরা এইসময় আসেন কটা দিন থেকে নিজেদের মনটা ফুরফুরে করতে। দুধসাগরের উপরে ব্রিজ, তার উপর দিয়ে চলছে ট্রেন। বর্ষাকালে রুদ্ররূপ নেয় এই জলপ্রপাত। এ দৃশ্য যদি আপনি একবারও উপভোগ না করেন, তবে আপনার গোয়া ভ্রমণই বৃথা। জেনে নিন বর্ষাকালে গোয়া গেলে কোথায় কোথায় যাবেন অবশ্যই...
advertisement
advertisement
২) ফনটেনহাস, পানজিম: গোয়ার রাজধানী পানজিমে রয়েছে ফনটেনহাস। এটি গোয়ার প্রাচীনতম লাতিন অঞ্চল। আল্টিনো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরে পর্তুগিজ স্থাপত্যের নিদর্শন ছড়়িয়ে ছিটিয়ে রয়েছে। লাল টালির ছাদ, সুন্দর ব্যালকনি রয়েছে সব বাড়িতেই। দেওয়ালে আঁকা। এখানেই রয়েছে আঠারো শতকের সেন্ট সেবাস্টিয়ান চ্যাপেল। হেঁটে ঘুরে দেখুন ফনটেনহাস।
advertisement
advertisement
advertisement