Pillow Or No pillow: বালিশ ছাড়া ঘুমোনো ভালো না বালিশ নিয়ে? কোনটা শরীরের জন্য উপকার! জানুন আসল সত্যিটা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pillow Or No pillow: আমাদের সকলেরই একটা আলাদা দুর্বলতা থাকে নিজের প্রিয় বালিশটির প্রতি। নিজের বালিশ ছাড়া তো অনেকের রাতে ঘুমই আসে না। মাথার বালিশ তো বটেই কেউ কেউ আবার কোলবালিশ ছাড়াও ঘুমাতে পারে না। কিন্তু এই অভ্যেস ক্ষতি করছে না তো?
advertisement
advertisement
advertisement
advertisement
১. ব্রণ এবং বলিরেখা বালিশে মাথা দিয়ে শোয়ার ফলে গালের যে দিকটা বেশির ভাগ সময় বালিশের সঙ্গে লেগে থাকে সেখানেই আধিক্য দেখা যায় ব্রণর। কারণ হল রক্তচাপ ও বালিশে থাকা অবাঞ্ছিত ব্যাকটেরিয়া। নরম বালিশে মাথা দেওয়ার পর মাথার ভার নির্দিষ্ট একটা জায়গায় পড়ে থাকে, ফলে মুখের ত্বকে টান পড়ে। যা দীর্ঘ দিন ধরে চলতে থাকলে বলিরেখারও জন্ম দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement