Piles Relief: পাইলসের সমস্যায় ভুগছেন? লো-প্রেশার, অপুষ্টি? এই অচেনা পাতার রসে মুহূর্তে রোগ মুক্তি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Piles Relief: রক্ত আমাশয় ও অর্শের রক্তক্ষরণে ধন্বন্তরি, রক্ত পেশার বাড়ানোর ক্ষেত্রে আয়াপান পাতা মহাঔষধি, পাশাপাশি নার্ভ সতেজ করতেও এই পাতা দারুন উপকারি
অপুষ্টিতে লো-প্রেসার ও রক্ত আমাশার ক্ষেত্রেও এই পাতা দারুন কার্যকর! এত উপকারী গুণ থাকার সত্বেও এই পাতার বর্তমান সময়ের মানুষের কাছে অপরিচিত প্রায়। আগেকার দিনে এই পাতা ভীষণভাবে ব্যবহার হত।
advertisement
রক্ত পেসার বাড়াতে এই পাতার জুড়ি নেই। পার্শ্ববর্তীতে বা অনাবাদি জমিতে আগাছার মত বেড়ে ওঠে এই পাতা। লম্বা তেজপাতা অনেকটা কুলেখাড়া পাতার সঙ্গে মিল রয়েছে। সবুজ পাতার উপর খয়েরী রঙের শিরা বিন্যাস এবং খয়েরী কান্ড। সহজ উপায়ে এই পাতার রস ব্যবহার করে দারুন উপকার পাওয়া যেতে পারে।
advertisement
অপুষ্টিজনিত কারণে প্রেসার-লো হবার সম্ভাবনা প্রবাল দেখা যায় তাৎক্ষণিক সমস্যা সমাধানে এভিটোরিয়াম আয়াপানা পাতার রস ধন্বন্তরি। রক্ত আমাশয় বা পাইলসের সমস্যায় শরীর থেকে অনর্গল রক্ত বেরিয়ে যাচ্ছে এমন সমস্যায় দারুন উপযোগী এই পাতা।
advertisement
শুশনী বা সজনে শাকের মত বহু পাতা ব্লাড প্রেসার কম করতে বা হাতের কাছে বিভিন্ন ঔষধি গুনসম্পন্ন উদ্ভিদ মানুষের জানা, রক্ত পেশার বাড়ানোর ক্ষেত্রে আয়াপান পাতা মহাঔষধি। পাশাপাশি নার্ভ সতেজ করতেও এই পাতা দারুন উপকারি।
advertisement
এ প্রসঙ্গে চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, আগেকার দিনে এই পাতার দারুণ ব্যবহার হত। এই গাছ মানুষের বাড়িতে কয়েকটা লাগিয়ে রাখলে যে কোনও সময় কাজে লাগবে।
advertisement