Viral News: বসের সঙ্গে যৌন সম্পর্ক ডেকে আনতে পারে বিপদ, জেনে নিন সবটুকু!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Physical Relation with Boss: কী বিপদ ডেকে আনতে পারে, তা নিজের মুখেই বলছেন বছর ২৪-এর এক কর্মী ৷
advertisement
তিনি বলেন, আমি একজন ছাত্র এবং একটি ককটেল বারে পার্টটাইম কাজ করি। আমার বয়স ২৪ বছর এবং আমার পার্টনারের বয়স ২২। গত বছর লকডাউন চলাকালীন ককটেল মিক্সড করা এবং বটল গেম শিখতে শুরু করি, এতে শহরের যে কোনও নতুন বারে কাজ পেতে সুবিধে হয়। আমার বন্ধুরাও আমায় খুব সাপোর্ট করেছিল। আমার বসের বয়স ৩০৷ চরিত্রগত ভাবে প্রচন্ড আত্মবিশ্বাসী, মনে মনে আমি তাঁকে বেশ পছন্দ করতাম। এক রাতে যখন প্রচন্ড ঝড়ের সময় বিদ্যুৎ চলে যায় তখন আমাকে বারে আটকে পড়তে হয়েছিল। ধীরে ধীরে গ্রাহকদের চলে যাওয়ায় সম্পূর্ণ বার ফাঁকা হয়ে গিয়েছিল। Representative Image
advertisement
প্রথম বারের মতো বস আমায় ড্রিঙ্কসের জন্য অনুরোধ জানালে আমি সঙ্গে সঙ্গে রাজ হয়ে যাই। তিনি আমাকে রেড ওয়াইন সার্ভ করে দেন। এর পর প্রথমবারের মতো, আমরা একসঙ্গে বসে আড্ডা দিলাম। হঠাৎই তিনি আমার ওপর ঝুঁকে পড়ে আমার শরীর থেকে কিছু মোছার চেষ্টা করেন, তাকিয়ে বুঝতে পারি আমার গালে গ্লিটার লেগে রয়েছে, তিনি সেটাই মুছতে চেষ্টা করছেন। কিন্তু প্রথমে ভেবেছিলাম বস আমাকে চুম্বন করার চেষ্টা করছেন। তাই আমি তাঁকে আমার কাছে টেনে এনে চুম্বন করলাম। Representative Image
advertisement
তিনি পরে হেসে বললেন: "আচ্ছা, আমি এতটা আশা করিনি। তবে ভাল লাগল।" তারপর তিনি হাত ধরে সোজা আমায় স্টাফ রুমে গিলেন এবং আমরা শারীরিক ভাবে মিলিত হলাম। এমন নয় যে আমার পার্টনার সুন্দরী নন, কিন্তু আমি তখন গোপন কাজের উত্তেজনা উপভোগ করছি। আমি কখনওই এমনটা ভাবিনি যে তাঁর সঙ্গে প্রতারণা করব। তবে আমাদের মাঝে সম্পর্কের আবেগ অনেকটাই চলে গিয়েছে।” Representative Image
advertisement
ব্রিটেনের এক বিশেষজ্ঞ এরপর বলছেন, “প্রতারণা করার কোনও অজুহাতই হয় না। এতে শেষ পর্যন্ত গার্লফ্রেন্ডকে হারাতে হতে পারে এবং পছন্দের কাজটিও হারানোর সম্ভাবনা থেকে যায়। তাই কর্মজীবনকে সর্বদা পেশাদার রাখা ভাল কারণ এতে জটিলতা অনেক কমবে। পার্টনার ব্যস্ত থাকাকালীন নিয়মিত কাউকে নিজের যৌনতার জন্য ব্যবহার করা- এটা কারও জন্যই ন্যায়সঙ্গত নয়।” Representative Image