চওড়া নাকি ছোট্ট...? আপনার কপালের 'আকৃতিই' বলে দেবে আপনি কেমন মানুষ! নিমেষে বুঝে নিন কার কেমন 'চরিত্র'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Personality Test: অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির আসল স্বভাব আমাদের চোখে দেখা তাঁর ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত হয়। এমন পরিস্থিতিতে, বড় প্রশ্ন হল কীভাবে কারও সঠিক ব্যক্তিত্ব স্বীকৃত হবে? আজ এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক এমন এক পদ্ধতি যার মাধ্যমে যে কোনও ব্যক্তির ব্যক্তিত্ব পরীক্ষা করা যেতে পারে।
advertisement
advertisement
যে কোনও ব্যক্তির কথা বলার ধরণ এবং স্বভাবই মানুষের কাছে তাঁর পরিচয় হিসেবে কাজ করে। আমরা যদি প্রকৃতি বুঝতে পারি তাহলে সেই ব্যক্তি তাদের কাছে ভাল হয়ে ওঠে এবং যদি আমরা তা না বুঝতে পারি তাহলে আমরা তাঁকে খারাপ ভাবি। আমরা সাধারণত একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিশ্লেষণ করি তাঁকে আমাদের কেমন লাগে তার উপর ভিত্তি করে।
advertisement
advertisement
কপাল থেকে ব্যক্তিত্ব বুঝে নেওয়া:আমরা প্রায়শই মানুষকে তাঁদের স্বভাব দিয়ে বোঝার চেষ্টা করি। কিন্তু এর বাইরেও, আমরা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের গঠনের উপর ভিত্তি করে যে কোনও ব্যক্তিকে জানতে পারি। শরীরের গঠন আমাদের একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিশ্লেষণ করতে সাহায্য করে। যদি আপনি কাউকে সঠিক অর্থে চিনতে চান, তাহলে তাঁর কপালের আকৃতি দেখে কিন্তু সহজেই সবকিছু জানতে পারবেন। আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এই সম্পর্কে বিস্তারিত বলব।
advertisement
advertisement
ছোট কপাল:এই ধরণের কপালের আকৃতির মানুষরা সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী হন। তাঁরা সবসময় কল্পনায় হারিয়ে যান। পৃথিবীকে দেখার তাঁদের দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে অনেক আলাদা। সৃজনশীল জিনিস এঁদের বার বার আকর্ষণ করে। এঁরা চিত্রকলা, লেখালেখি, সঙ্গীত, নকশার প্রতি খুবই আকৃষ্ট হন। এঁদের সৃজনশীলতা এঁদের জীবনে খুব সফল হতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement