Perfume On Hair: অনুষ্ঠানে যাওয়ার আগে চুলে পারফিউম? নিজে হাতে বারোটা বাজাচ্ছেন তো চুলের! মিষ্টি ঘ্রাণ আনতে বরং এগুলো করুন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Perfume On Hair: এটা মারাত্মক ক্ষতিকর পদক্ষেপ। তাই বিশেষজ্ঞরা চুলে পারফিউম ব্যবহার না করার পরামর্শ দেন।
advertisement
এটা কি চুলের জন্য ক্ষতিকর: হ্যাঁ। এর কারণ হল পারফিউমে সিন্থেটিক অ্যালকোহলের সঙ্গে ইথাইল অ্যালকোহল থাকে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুসারে, ইথাইল অ্যালকোহল ত্বক এবং চুলকে শুষ্ক করে তোলে। এই কারণেই অধিকাংশ প্রসাধনী সামগ্রী তাদের প্রোডাক্টে ইথাইল অ্যালকোহলের ব্যবহার বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল, এভাবে দীর্ঘক্ষণ থাকলে চুলের গোড়া ভেঙে যাওয়া, চুল ঝরার মতো দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে।
advertisement
পারফিউমের বিকল্প কী: এর পরিবর্তে হেয়ার মিস্ট, ড্রাই শ্যাম্পু এবং সুগন্ধযুক্ত সিরাম ব্যবহার করা যায়। হেয়ার মিস্ট সাধারণত তেলের সঙ্গে মিশিয়ে লাগানো হয় যাতে চুলকে প্রাকৃতিক উজ্জ্বল লাগে। শুকনো শ্যাম্পু অস্থায়ীভাবে চুল পরিষ্কার করতে পারে এবং এটিকে বরং তাজা দেখায়। শুকনো শ্যাম্পু অস্থায়ীভাবে চুল পরিষ্কার করতে পারে ফলে তাৎক্ষনিকভাবে তরতাজা দেখায়। অতিরিক্ত তেল দূর করতেও কাজে দেয়। শুষ্ক চুলকে পুষ্টি দিতে চাইলে সুগন্ধযুক্ত চুলের তেল বা সিরাম ব্যবহার করাই সবচেয়ে ভালো।
advertisement
advertisement
advertisement
তবে শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। কিন্তু ওই যে, চুলে পারফিউম লাগালে তার ক্ষতি ভুগতে হবে। এমনকী দীর্ঘস্থায়ী চুলের ক্ষতিও হতে পারে। সরাসরি চুলে পারফিউম স্প্রে নৈব নৈব চ। সুগন্ধের জন্য একান্ত লাগাতে চাইলে চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ে নিতে হবে।