Pcos Diet: পিসিওএসে ভুগছেন? মেনে চলুন এই ডায়েট প্ল্যান, কিন্তু ভুলেও খাবেন না এই সবজি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
পিসিওএস এখন মহিলাদের বড়ো সমস্যা৷ ফাস্ট লাইফস্টাইল হোক বা মানিসিক চাপ এই সমস্ত বিভিন্ন কারণে পিসিওডির সমস্যা দেখা যায়৷ এর ফলে ওজন বৃদ্ধির সমস্যা দেখা যায়৷ রক্তে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়৷ পিসিওডির সমস্যা একেবারে কমানো যায় না৷ কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব৷ আর তার জন্য সবচেয়ে জরুরি সঠিক ডায়েট মেনে চলা৷ ড: রিতা গোয়েল এই নিয়ে বিস্তীর্ণ করলেন৷
advertisement
advertisement
অনেকেই মনে করেন, কার্বোহাইড্রেট ডায়েটে রাখা উচিত নয়৷ এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়৷ কারণ শরীরে শক্তি, এনার্জি পাওয়ার জন্য এই উপাদান খাদ্যতালিকায় রাখা খুব জরুরি৷ তবে চেষ্টা করুন ফাইবার যুক্ত কার্বহাইড্রেট বেশি খেতে৷ এর ফলে শরীরে ইনসুলিনের মাত্রা কম করতে সাহায্য করে৷ তার জন্য ব্রাউন রাইস, মসুর ডাল, মটুরশুটি, সাদা আলু, ওটস খান৷
advertisement
advertisement
advertisement