Parenting Tips: শিশু খেলনা চাইলেই কিনে দিচ্ছেন? অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন, যা বলছেন বিশেষজ্ঞ

Last Updated:
Parenting Tips: শিশু যা চাইবে, তাই কিনে দেবেন না, কখনও কখনও না বলতে শিখুন
1/6
 দোকানে বাহারি খেলনা দেখে শিশু বায়না ধরলে কখনও কখনও 'না' বলতে শিখুন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত খেলনা কিনে দিলে শিশু যেমন বাস্তবতা বুঝতে পারবে না, অন্যদিকে মনঃসংযোগও নষ্ট হবে।
দোকানে বাহারি খেলনা দেখে শিশু বায়না ধরলে কখনও কখনও 'না' বলতে শিখুন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত খেলনা কিনে দিলে শিশু যেমন বাস্তবতা বুঝতে পারবে না, অন্যদিকে মনঃসংযোগও নষ্ট হবে।
advertisement
2/6
 শিশুর মন ভাল রাখার জন্য, তার চাহিদা এবং প্রয়োজন ছাড়াই অনেক সময় অতিরিক্ত উপহার বা খেলনা দিয়ে থাকেন বাবা-মা। কিন্তু এই অতিরিক্ত খেলনা শিশু ক্ষতির কারণ হতে পারে।
শিশুর মন ভাল রাখার জন্য, তার চাহিদা এবং প্রয়োজন ছাড়াই অনেক সময় অতিরিক্ত উপহার বা খেলনা দিয়ে থাকেন বাবা-মা। কিন্তু এই অতিরিক্ত খেলনা শিশু ক্ষতির কারণ হতে পারে।
advertisement
3/6
অতিরিক্ত খেলনা থাকলে শিশু হয়তো এখনই একটা খেলনা নেবে, খানিক বাদেই ঝুঁকে পড়বে অন্য একটায়। এতে তার নির্দিষ্ট একটি দিকে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমবে, আচরণ অস্থির হবে।
অতিরিক্ত খেলনা থাকলে শিশু হয়তো এখনই একটা খেলনা নেবে, খানিক বাদেই ঝুঁকে পড়বে অন্য একটায়। এতে তার নির্দিষ্ট একটি দিকে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমবে, আচরণ অস্থির হবে।
advertisement
4/6
 শিশু মনস্তাত্ত্বিক নীলাঞ্জনা পান জানান, শিশুর মানসিক বিকাশের সময়ে প্রয়োজনমাফিক সবকিছু শিশুকে নিশ্চয়ই দেবেন। তবে অতিরিক্ত কিছু শিশুর জন্য নেতিবাচক হয়েও দাঁড়াতে পারে। অতিরিক্ত জিনিস কিনে না দিলে, শিশু নিজের ইচ্ছার পাশাপাশি অন্যের ইচ্ছেকে গুরুত্ব দিতে শিখবে।
শিশু মনস্তাত্ত্বিক নীলাঞ্জনা পান জানান, শিশুর মানসিক বিকাশের সময়ে প্রয়োজনমাফিক সবকিছু শিশুকে নিশ্চয়ই দেবেন। তবে অতিরিক্ত কিছু শিশুর জন্য নেতিবাচক হয়েও দাঁড়াতে পারে। অতিরিক্ত জিনিস কিনে না দিলে, শিশু নিজের ইচ্ছার পাশাপাশি অন্যের ইচ্ছেকে গুরুত্ব দিতে শিখবে।
advertisement
5/6
শিশু কোনও খেলনা চাইলে যদি সঙ্গে সঙ্গে তা পেয়ে যায়, তাহলে সে এতেই অভ্যস্ত হয়ে পড়বে। পরবর্তী সময়ে কোনও কিছু না পাওয়ার অনুভূতি তার ভেতর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সামাজিক পরিসরে অন্যদের সঙ্গে মিশতে গিয়ে অসুবিধা হতে পারে ।
শিশু কোনও খেলনা চাইলে যদি সঙ্গে সঙ্গে তা পেয়ে যায়, তাহলে সে এতেই অভ্যস্ত হয়ে পড়বে। পরবর্তী সময়ে কোনও কিছু না পাওয়ার অনুভূতি তার ভেতর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সামাজিক পরিসরে অন্যদের সঙ্গে মিশতে গিয়ে অসুবিধা হতে পারে।
advertisement
6/6
 শিশুর মধ্যে খেলনা দান করার অভ্যাস গড়ে তুলুন। শিশুকে উৎসাহিত করুন তার পুরোনো খেলনা সুবিধাবঞ্চিত শিশুদের দান করতে। এতে সে পরোপকার ও মানবিক মূল্যবোধের শিক্ষা পাবে।
শিশুর মধ্যে খেলনা দান করার অভ্যাস গড়ে তুলুন। শিশুকে উৎসাহিত করুন তার পুরোনো খেলনা সুবিধাবঞ্চিত শিশুদের দান করতে। এতে সে পরোপকার ও মানবিক মূল্যবোধের শিক্ষা পাবে।
advertisement
advertisement
advertisement