বাচ্চাকে আত্মবিশ্বাসী ও নির্ভীক বানিয়ে তুলতে মেনে চলা যেতে পারে এই ক'টি পদ্ধতি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বাচ্চাকে নির্ভীক ও সাহসী করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কী ভাবে? জেনে নেওয়া যাক
অভিভাবক হওয়া এবং বাচ্চা মানুষ করা জীবনের অন্যতম কঠিন কাজ বা গুরুত্বপূর্ণ কাজ, এটা অনেকেই স্বীকার করে থাকেন। বাচ্চাদের বুঝে তাদের সঙ্গে তাদের মতো ব্যবহার করা অত্যন্ত জরুরি। অনেক সময়ে বেশি আদর বা ভালোবাসা বাচ্চার মধ্যে খারাপ অভ্যাস গড়ে তোলে, অনেক সময়ে আবার তাদের বাবা-মায়ের উপরে নির্ভরশীল করে তোলে। এতে বাচ্চা বড় হলেও একা চলতে শেখার সাহস পায় না বা সে ভাবে সমাজের সব কিছুর সঙ্গে সাহস নিয়ে লড়তে শেখে না। তাই বাচ্চাকে নির্ভীক ও সাহসী করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কী ভাবে? জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
ভয় না পাওয়া - ছোট থেকে যখন বাচ্চারা বড় হয়, তখন কোনটা দেখে ভয় পেতে পারে, কোনটা দেখে ভালো লাগতে পারে, তার বেশির ভাগটাই শিখিয়ে দেয় বাবা-মায়েরা। বা বাবা-মায়েদের দেখেই বাচ্চারা শেখে। ফলে অনেক সময়ে এমন কিছু বিষয় থাকে যাতে তাদের ভয় থেকেই যায়। কিন্তু বাচ্চাকে সব সময় ভয় না পেয়ে চলার পরামর্শ দেওয়াই ভালো। এতে জীবনে এগিয়ে চলতে সুবিধা হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement