Parenting Tips: যখন-তখন নয়, প্রতিদিন ‘এই’ সময় সন্তানকে পড়তে বসান! সেরা হওয়া কেউ আটকাতে পারবে না

Last Updated:
Parenting Tips: সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।
1/6
সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।
সন্তানদের পড়াশোনা নিয়ে বাবা-মায়েদের চিন্তার শেষ নেই। অপরদিকে, বাচ্চাদের ছোট্ট মাথায় কতই বা পড়াশোনার ভার নেবে।
advertisement
2/6
শিশুকালে কারুর মন পড়াশোনায় থাকে না। পড়াশোনা করলে কী কী হতে পারে সেটা বোঝার ক্ষমতাও তৈরি হয় না।
শিশুকালে কারুর মন পড়াশোনায় থাকে না। পড়াশোনা করলে কী কী হতে পারে সেটা বোঝার ক্ষমতাও তৈরি হয় না।
advertisement
3/6
তাই, সব চিন্তাই থাকা অভিভাবকদের। তাই, তাঁরা পড়তে বসা নিয়ে জোড়াজুড়ি করতেই থাকেন।
তাই, সব চিন্তাই থাকা অভিভাবকদের। তাই, তাঁরা পড়তে বসা নিয়ে জোড়াজুড়ি করতেই থাকেন।
advertisement
4/6
কিন্তু, সবসময় পড়তে বসলেই যে পড়া মাথায় ঢুকবে তা একাবারেই নয়। বিশেষজ্ঞদের মতে, পড়া মুখস্থ বা মনে রাখার পিছনে গুরুত্বপূর্ণ কোন সময় পড়তে বসছে সে।
কিন্তু, সবসময় পড়তে বসলেই যে পড়া মাথায় ঢুকবে তা একাবারেই নয়। বিশেষজ্ঞদের মতে, পড়া মুখস্থ বা মনে রাখার পিছনে গুরুত্বপূর্ণ কোন সময় পড়তে বসছে সে।
advertisement
5/6
বিজ্ঞান মতে, মস্তিষ্কের ক্ষমতা বাড়ে সকাল ১০টায়। তাই মাথা খাটানোর সবথেকে ভাল সময় হল সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং বিকেল ৪টে থেকে রাত ১০টা।
বিজ্ঞান মতে, মস্তিষ্কের ক্ষমতা বাড়ে সকাল ১০টায়। তাই মাথা খাটানোর সবথেকে ভাল সময় হল সকাল ১০টা থেকে দুপুর ২টো এবং বিকেল ৪টে থেকে রাত ১০টা।
advertisement
6/6
এসময়ে শিশুদের কোনও নতুন জিনিস শেখালে তা তারা ভাল বুঝতে এবং মনে রাখতে পারবে। তবে, শিশুদের ক্ষেত্রে প্রতিদিন সকলে পড়তে বসা খুবই জরুরি।
এসময়ে শিশুদের কোনও নতুন জিনিস শেখালে তা তারা ভাল বুঝতে এবং মনে রাখতে পারবে। তবে, শিশুদের ক্ষেত্রে প্রতিদিন সকলে পড়তে বসা খুবই জরুরি।
advertisement
advertisement
advertisement