Parama Ekadashi 2023: আজ পবিত্র পরমা একাদশী, এই বিশেষ কাজ করলে জীবন ভরে উঠবে অর্থ, সুখ ও সমৃদ্ধিতে

Last Updated:
Parama Ekadashi 2023: জেনে নিন এই পুণ্যতিথিতে কী কী করবেন, কী করবেন না
1/9
আজ পবিত্র পরমা একাদশী। পুণ্যার্থীরা এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করেন।
আজ পবিত্র পরমা একাদশী। পুণ্যার্থীরা এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করেন।
advertisement
2/9
১১ অগাস্ট, শুক্রবার ভোর ৫.০৬ মিনিটে পরমা একাদশী তিথি শুরু হবে৷ এই তিথি থাকবে ১২ অগাস্ট, শনিবার সকাল ৬.৩১ মিনিট পর্যন্ত৷
১১ অগাস্ট, শুক্রবার ভোর ৫.০৬ মিনিটে পরমা একাদশী তিথি শুরু হবে৷ এই তিথি থাকবে ১২ অগাস্ট, শনিবার সকাল ৬.৩১ মিনিট পর্যন্ত৷
advertisement
3/9
প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পালনীয় কিছু রীতি আছে। সেগুলি পালন করলে অর্থসম্পদ ও সমৃদ্ধিতে ভরে যায় জীবন। জেনে নিন এই পুণ্যতিথিতে কী কী করবেন, কী করবেন না।
প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পালনীয় কিছু রীতি আছে। সেগুলি পালন করলে অর্থসম্পদ ও সমৃদ্ধিতে ভরে যায় জীবন। জেনে নিন এই পুণ্যতিথিতে কী কী করবেন, কী করবেন না।
advertisement
4/9
পরমা একাদশী তিথিতে ভোরে উঠে স্নান করেন পুণ্যার্থীরা। স্নান সেরে পুজোর কাজে বসেন তাঁরা।
পরমা একাদশী তিথিতে ভোরে উঠে স্নান করেন পুণ্যার্থীরা। স্নান সেরে পুজোর কাজে বসেন তাঁরা।
advertisement
5/9
ঠাকুরঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণুর অর্চনা করা হয়। দেশি ঘিয়ে প্রজ্বলন করা হয় প্রদীপ। নতুন বস্ত্র ও ফুলে সাজানো হয় বিষ্ণুর বিগ্রহ এবং ছবি।
ঠাকুরঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণুর অর্চনা করা হয়। দেশি ঘিয়ে প্রজ্বলন করা হয় প্রদীপ। নতুন বস্ত্র ও ফুলে সাজানো হয় বিষ্ণুর বিগ্রহ এবং ছবি।
advertisement
6/9
প্রজ্বলিত ধূপকাঠি, বাড়িতে তৈরি মিষ্টান্ন, পাঁচরকম ফল, তুলসিপাতা এবং পঞ্চামৃত নিবেদন করা হয়। মন্ত্রোচ্চারণে আরাধনা করা হয় বিষ্ণুর।
প্রজ্বলিত ধূপকাঠি, বাড়িতে তৈরি মিষ্টান্ন, পাঁচরকম ফল, তুলসিপাতা এবং পঞ্চামৃত নিবেদন করা হয়। মন্ত্রোচ্চারণে আরাধনা করা হয় বিষ্ণুর।
advertisement
7/9
দিনভর উপবাসের পর পরমা একাদশী তিথি সমাপনে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করেন পুণ্যার্থীরা।
দিনভর উপবাসের পর পরমা একাদশী তিথি সমাপনে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করেন পুণ্যার্থীরা।
advertisement
8/9
এই তিথিতে দীনজনকে অন্ন, বস্ত্র ও ধনসম্পদ দান করলে পুণ্যার্জন করা হয় বলেই বিশ্বাস। এই দিনে সুরাপান এবং মাংস ভক্ষণ করা বাঞ্ছনীয় নয়।
এই তিথিতে দীনজনকে অন্ন, বস্ত্র ও ধনসম্পদ দান করলে পুণ্যার্জন করা হয় বলেই বিশ্বাস। এই দিনে সুরাপান এবং মাংস ভক্ষণ করা বাঞ্ছনীয় নয়।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement