Pandemic Baby : প্যানডেমিকে জন্ম নেওয়া শিশুদের IQ লেভেল কম? বলছে চাঞ্চল্যকর গবেষণা!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Pandemic Baby : ঘরবন্দী এই পরিস্থিতিতে জ্ঞানের বিকাশ সে ভাবে ঘটছে না বলে দাবি করছে এই গবেষণা।
করোনার জেরে আমূল পাল্টেছে সকলের জীবন। পাল্টেছে লাইফ স্টাইল। যার প্রভাব পড়ছে আট থেকে আশি সকলের উপরে। আমেরিকার এক গবেষণা বলছে, এই প্যানডেমিকের প্রভাব সব চেয়ে বেশি পড়েছে শিশুদের উপরে। যারা এই সময়টায় জন্ম নিয়েছে তাদের IQ লেভেল প্যানডেমিকের আগে জন্মানো বাচ্চাদের থেকে কম। যার কারণ হিসেবে গবেষকরা দায়ি করেছেন বাইরের জগতের সঙ্গে বাচ্চাদের মেলামেশা বন্ধ হওয়াকে এবং বাড়িতে বাবা-মায়ের সঙ্গে কম কথোপকথনকে।
advertisement
আসলে জন্মের পরই প্রথম কয়েক বছর বাচ্চাদের জ্ঞান বিকশিত হয়। তারা অনেক কিছু শেখে। এই পর্যায়ে বাইরের জগতের সঙ্গে মেলামেশা অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন গবেষকরা। কিন্তু করোনার জেরে সারা বিশ্বেই প্রায় স্কুল, প্লে স্কুল এমনকী পার্ক বা খেলার জায়গাগুলিও বন্ধ থাকায় বিপাকে পড়েছে তারা। আর এর ফলেই পাল্টাচ্ছে তাদের জীবন। ঘরবন্দী এই পরিস্থিতিতে জ্ঞানের বিকাশ সে ভাবে ঘটছে না বলে দাবি করছে এই গবেষণা।
advertisement
ব্রাউন উইনিভার্সিটির শিশুরোগ (গবেষণা) বিভাগের অ্যাাসোসিয়েট প্রফেসর সিয়ান দেওনি বলছেন, প্যানডেমিক পরিস্থিতিতে বাড়িতে সে ভাবে উদ্দীপনা না থাকায় এবং বাইরের জগতের সঙ্গে সম্পর্ক না থাকায় বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট অনেকটাই কম হচ্ছে। গবেষনায় দেখা গিয়েছে, প্যানডেমিকের আগে জন্ম নেওয়া শিশুদের থেকে এই সময়কার শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট অনেকটাই কম, যা খুবই চিন্তার!
advertisement
প্যানডেমিকের আগে জন্ম নেওয়া ৩ মাস থেকে ৩ বছরের বাচ্চাদের উপরে একটি স্ট্যান্ডার্ড টেস্ট করে দেখা গিয়েছে, তাদের ন্যূনতম IQ স্কোর আসছে ১০০-র কাছাকাছি। কিন্তু প্যানডেমিকে জন্ম নেওয়া বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তা ৭৮ পেরোচ্ছে না। দেওনি বলছেন, এই যে IQ কম আসছে, তা আপাতদৃষ্টিতে কারও পক্ষেই বোঝা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত বড় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
এই সমীক্ষাটির জন্য যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ৬৭২ জন শিশুর উপর পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১৮৮ জনের জন্ম হয়েছে ২০২০ সালের জুলাই মাসের পর। ৩০৮ জনের জন্ম হয়েছে ২০১৯ সালের জানুয়ারি মাসে এবং ১৭৬ জনের জন্ম হয়েছে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে। যে বাচ্চাদের এক্ষেত্রে বেছে নেওয়া হয়, তাদের কোনও প্রকার প্রতিবন্ধকতা ছিল না।
advertisement
সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের আর্থসামাজিক দিকটা একটু দুর্বল তাদের এক্ষেত্রে সমস্যা আরও অনেক বেশি। দেওনি জানাচ্ছেন, বাড়িতে এই সময়ে বেশিরভাগ মানুষেরই ওয়ার্ক ফ্রম হোমের জেরে কাজ চলায় বাচ্চাদের সময় দিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি বাড়ি এবং কাজ এই দু'টো দিক সামলাতেও হিমসিম খাচ্ছেন অনেকে। যার ফলে বাচ্চারা কথা বলার মতো লোক পাচ্ছে না। তার জন্যই এই IQ লেভেল কমছে। এই কম IQ লেভেলের সুদূরপ্রসারী প্রভাব আছে কি না তা যদিও জানা যায়নি।
advertisement
advertisement