Health Tips: নিমেষেই গায়েব শরীরের ব্যথা-বেদনা! উধাও আঁচিল, হাত-পায়ের 'কড়া'! গায়ে আগুন দিয়ে এই চিকিৎসা! জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Health Tips: অগ্নিকর্ম চিকিৎসাই' করবে বাজিমাত! এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই বহু রোগ নিরাময় সম্ভব বলেই জানাচ্ছেন আয়ুস অন্তর্গত আয়ুর্বেদিক চিকিৎসকরা।
*অগ্নিকর্ম চিকিৎসাই করবে বাজিমাত! এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেই বহু রোগ নিরাময় সম্ভব বলেই জানাচ্ছেন আয়ুষ অন্তর্গত আয়ুর্বেদিক চিকিৎসকরা। বিনামূল্যের এই চিকিৎসা পরিষেবা নিতে হলে যেতে পারেন এই সেন্টারগুলিতে। ওষুধ ছাড়াই আপনি সুস্থ হয়ে উঠতে পারেন, টাকাও যেমন খরচ হবে না, তেমনই ছোটখাটো অপারেশনের সম্ভাবনা পূর্ণ রোগগুলিও সেরে যাবে এই চিকিৎসার মাধ্যমে। প্রতিবেদনঃ সুরজিৎ দে। সংগৃহীত ছবি।
advertisement
*ছোটখাটো অপারেশন বাদ দিয়ে একশো শতাংশ নির্ভরযোগ্য আয়ুর্বেদিক ডাক্তারদের কাছে। জানা যাচ্ছে, দীর্ঘদিনের ব্যথা পুরনো ব্যথা, পায়ে বা কোমরে ব্যথার জন্য চিকিৎসা করেও কোনও সুরাহা মিলছে না অথবা আপনার চোখের সামনে ছোট্ট আঁচিল সেই আঁচিল নিয়ে আপনার চোখ খুলতে অসুবিধার সম্মুখীন হচ্ছে অপারেশন ছাড়াই আপনার সেটা চলে যাবে আপনার চোখের সামনে থেকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
