Pain: আচমকাই পায়ে বিদ্যুতের মতো শক লেগে ব্যথা শুরু হয়েছে? এই পরিস্থিতি কিন্তু মারাত্মক হতে পারে! জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pain: কোনও কারণ ছাড়াই হঠাৎ পায়ে ব্যথা, শরীর ঝিনঝিন করা, অবশ লাগা কিংবা বৈদ্যুতিক শকের মতো অনুভূতিও হচ্ছে? সাবধান হোন আজই, জানুন...
কোনও কারণ ছাড়াই হঠাৎ পায়ে ব্যথা, শরীর ঝিনঝিন করা, অবশ লাগা কিংবা বৈদ্যুতিক শকের মতো অনুভূতিও হচ্ছে? এই উপসর্গ কিন্তু ভিটামিন বি ১২-এর অভাবে হতেই পারে। এ ছাড়া দৃষ্টি ঘোলাটে লাগতে পারে, একটি জিনিস দুটি দেখা, চুল সাদাটে হওয়া বা পড়ে যাওয়া, নখের স্বাভাবিক রং হারানো এবং ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন ভিটামিন বি-১২-এর ঘাটতির কারণে স্নায়বিক সমস্যা হতে পারে। ফলে হাঁটতে-চলতে এবং ভারসাম্য রাখতে অসুবিধা হয়। রক্তশূন্যতা বা স্নায়বিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement