Ovarian Cyst: ওভারিয়ান সিস্ট-এর সমস্যায় ভুগছেন? জেনে নিন মোকাবিলার সহজ উপায়--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আজকাল প্রায় প্রতিটা ঘরেই দেখা যাচ্ছে ওভারিয়ান সিস্ট-এর সমস্যা
advertisement
ওভারিতে সিস্ট হওয়ার অন্যতম কারণ ইস্ট্রোজেন হরমোনের সাম্য নষ্ট হওয়া। ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে ওভিউলেশন অনিয়মিত হয়, ফলে ওভারিতে সিস্ট তৈরি হয়। কাজেই সিস্ট রুখতে শরীরে ইস্ট্রোজেন ব্যালান্সের দিকে খেয়াল রাখুন। সয় প্রোটিন, প্রসেসড মিট এড়িয়ে চলুন। প্লাস্টিকের বোতল থেকে জল খেলেও শরীর রাসায়নিক বিক্রিয়ার ফলে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়তে পারে। ডায়েটে রাখুন অরগ্যানিক মিট ও ডেয়ারি প্রডাক্ট, এতে ইস্ট্রোজেনের মাত্রা ঠিক থাকে।
advertisement
advertisement
advertisement