করোনা আবহে ভারতে ৬৫% বেড়েছে সেক্স টয় কেনার চাহিদা, তালিকার শীর্ষে রয়েছে এই শহর...

Last Updated:
২৫ থেকে ৩৪ বছর বয়সী যুবক-যুবতীরাই সবচেয়ে বেশি সেক্সটয় কেনেন।
1/7
• করোনা কাঁটায় বিদ্ধ গোটা দেশ । রোজই সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে । ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে মোট আক্রান্তের সংখ্যা । গোটা দেশ আজ যুদ্ধ করে চলেছে মারণ ভাইরাসের বিরুদ্ধে । তবে সেই করোনা পরিস্থিতিতে থেমে নেই মানুষের যৌন আকাঙ্খা । উল্টে যেন বেড়ে গিয়েছে অনেকটাই । সাম্প্রতিক এক সমীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে ।
• করোনা কাঁটায় বিদ্ধ গোটা দেশ । রোজই সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে । ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে মোট আক্রান্তের সংখ্যা । গোটা দেশ আজ যুদ্ধ করে চলেছে মারণ ভাইরাসের বিরুদ্ধে । তবে সেই করোনা পরিস্থিতিতে থেমে নেই মানুষের যৌন আকাঙ্খা । উল্টে যেন বেড়ে গিয়েছে অনেকটাই । সাম্প্রতিক এক সমীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে ।
2/7
• করোনার সময় যৌন সঙ্গম করা ঝুঁকিপূর্ণ, নাকি নয় তা নিয়ে বহু বিশেষজ্ঞ নানা রকম মত ব্যক্ত করেছেন । তবে এই লকডাউনে গৃহবন্দি মানুষ যে তা নিয়ে মোটেও তেমন ভাবিত নন সেটা সেক্স টয় ইন্ডাস্ট্রির সাম্প্রতিক চাহিদা বৃদ্ধির দিকে নজর রাখলেই বোঝা যাবে ।
• করোনার সময় যৌন সঙ্গম করা ঝুঁকিপূর্ণ, নাকি নয় তা নিয়ে বহু বিশেষজ্ঞ নানা রকম মত ব্যক্ত করেছেন । তবে এই লকডাউনে গৃহবন্দি মানুষ যে তা নিয়ে মোটেও তেমন ভাবিত নন সেটা সেক্স টয় ইন্ডাস্ট্রির সাম্প্রতিক চাহিদা বৃদ্ধির দিকে নজর রাখলেই বোঝা যাবে ।
3/7
• সাম্প্রতিক রিপোর্ট বলছে কোভিড পরবর্তী সময়ে ভারতে সেক্স টয়ের বিক্রি বেড়েছে ৬৫% । ঘরবন্দী মানুষের সারাদিনের একঘেয়েমি, মানসিক স্ট্রেস ইত্যাদি যার প্রধান কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে ।
• সাম্প্রতিক রিপোর্ট বলছে কোভিড পরবর্তী সময়ে ভারতে সেক্স টয়ের বিক্রি বেড়েছে ৬৫% । ঘরবন্দী মানুষের সারাদিনের একঘেয়েমি, মানসিক স্ট্রেস ইত্যাদি যার প্রধান কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে ।
4/7
• সম্প্রতি ‘ThatsPersonal.com’ নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের করা সমীক্ষায় সামনে এসেছে ভারতীয়দের দ্রুত বদলে যাওয়া যৌন জীবন সম্প্রকিত একাধিক চাঞ্চল্যকর তথ্য। এটি সেক্সটয়ের একটি জনপ্রিয় ওয়েবসাইট ।
• সম্প্রতি ‘ThatsPersonal.com’ নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের করা সমীক্ষায় সামনে এসেছে ভারতীয়দের দ্রুত বদলে যাওয়া যৌন জীবন সম্প্রকিত একাধিক চাঞ্চল্যকর তথ্য। এটি সেক্সটয়ের একটি জনপ্রিয় ওয়েবসাইট ।
5/7
• সেখানে প্রায় ২ কোটি ২০ লক্ষ ভিজিটর এবং ৩ লক্ষ ৩৫ হাজার পণ্যের কেনাকাটার উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করেছে এই সংস্থা। পণ্য কেনার শীর্ষে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই ।
• সেখানে প্রায় ২ কোটি ২০ লক্ষ ভিজিটর এবং ৩ লক্ষ ৩৫ হাজার পণ্যের কেনাকাটার উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করেছে এই সংস্থা। পণ্য কেনার শীর্ষে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই ।
6/7
• এরপর রয়েছে বেঙ্গালুরু আর দিল্লি । সুরাত যেমন দামী টয়ের অর্ডার করে । গড়ে ৩,৯০০ টাকা । অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে রয়েছে সবচেয়ে বেশি পুরুষ ক্রেতা । বিজয়ওয়াড়া, জামশেদপুর, ভদোদরা থেকে রয়েছে বেশি মহিলা ক্রেতা ।
• এরপর রয়েছে বেঙ্গালুরু আর দিল্লি । সুরাত যেমন দামী টয়ের অর্ডার করে । গড়ে ৩,৯০০ টাকা । অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে রয়েছে সবচেয়ে বেশি পুরুষ ক্রেতা । বিজয়ওয়াড়া, জামশেদপুর, ভদোদরা থেকে রয়েছে বেশি মহিলা ক্রেতা ।
7/7
• ওই রিপোর্টে দেখা গিয়েছে পুরুষ ও মহিলাদের সেক্স টয় কেনার সময়ও আলাদা । মহিলারা বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সময়েই বেশি সক্রিয় থাকেন। রাত ৯টার পর থেকে মধ্যরাত পর্যন্ত এই সমস্ত পণ্যের কেনাকাটায় পুরুষদেরই ভিড় বেশি । এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সী যুবক-যুবতীরাই সবচেয়ে বেশি সেক্সটয় কেনেন।
• ওই রিপোর্টে দেখা গিয়েছে পুরুষ ও মহিলাদের সেক্স টয় কেনার সময়ও আলাদা । মহিলারা বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সময়েই বেশি সক্রিয় থাকেন। রাত ৯টার পর থেকে মধ্যরাত পর্যন্ত এই সমস্ত পণ্যের কেনাকাটায় পুরুষদেরই ভিড় বেশি । এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সী যুবক-যুবতীরাই সবচেয়ে বেশি সেক্সটয় কেনেন।