করোনা আবহে ভারতে ৬৫% বেড়েছে সেক্স টয় কেনার চাহিদা, তালিকার শীর্ষে রয়েছে এই শহর...
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
২৫ থেকে ৩৪ বছর বয়সী যুবক-যুবতীরাই সবচেয়ে বেশি সেক্সটয় কেনেন।
• করোনা কাঁটায় বিদ্ধ গোটা দেশ । রোজই সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে । ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে মোট আক্রান্তের সংখ্যা । গোটা দেশ আজ যুদ্ধ করে চলেছে মারণ ভাইরাসের বিরুদ্ধে । তবে সেই করোনা পরিস্থিতিতে থেমে নেই মানুষের যৌন আকাঙ্খা । উল্টে যেন বেড়ে গিয়েছে অনেকটাই । সাম্প্রতিক এক সমীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে ।