Benefits of Onion Peels: ফেলবেন না! পেঁয়াজের খোসা মেশান শ্যাম্পু, হেনায়! চমকে যাবেন এর উপকারিতায়

Last Updated:
Benefits of Onion Peels: জানিও না পেঁয়াজের খোসার সঙ্গেই চলে যায় কত উপকািরতা
1/7
রান্নায় পেঁয়াজ দেওয়ার সময় খোসা আমরা ফেলেই দিই। কিন্তু জানিও না পেঁয়াজের খোসার সঙ্গেই চলে যায় কত উপকািরতা।
রান্নায় পেঁয়াজ দেওয়ার সময় খোসা আমরা ফেলেই দিই। কিন্তু জানিও না পেঁয়াজের খোসার সঙ্গেই চলে যায় কত উপকািরতা।
advertisement
2/7
পেঁয়াজের খোসা অনেকভাবে গৃহস্থালির কাজে লাগানো যায়। জেনে নিন ঘর সংসারের কত উপকারে ব্যবহৃত হতে পারে আপাত অদরকারি পেঁয়াজের খোসা।
পেঁয়াজের খোসা অনেকভাবে গৃহস্থালির কাজে লাগানো যায়। জেনে নিন ঘর সংসারের কত উপকারে ব্যবহৃত হতে পারে আপাত অদরকারি পেঁয়াজের খোসা।
advertisement
3/7
ভিনিগারের শিশিতে রাখুন পেঁয়াজের খোসা। তার পর ভাল করে মিশিয়ে মুখবন্ধ করে রেখে দিন কয়েক সপ্তাহ। ভিনিগারের রং ও স্বাদ দুই-ই নতুন হবে।
ভিনিগারের শিশিতে রাখুন পেঁয়াজের খোসা। তার পর ভাল করে মিশিয়ে মুখবন্ধ করে রেখে দিন কয়েক সপ্তাহ। ভিনিগারের রং ও স্বাদ দুই-ই নতুন হবে।
advertisement
4/7
পেঁয়াজের খোসায় অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য আছে। গরম জলে খোসা ভিজিয়ে তার পর ছেঁকে পান করুন।
পেঁয়াজের খোসায় অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য আছে। গরম জলে খোসা ভিজিয়ে তার পর ছেঁকে পান করুন।
advertisement
5/7
পেঁয়াজের খোসায় স্যাপোনিন উপাদান খুব উপকারী। ব্যবহার করুন বাসনপত্র পরিষ্কার করার কাজে। সাবানের সঙ্গে মিশিয়ে নিন বাসন মাজার সময়।
পেঁয়াজের খোসায় স্যাপোনিন উপাদান খুব উপকারী। ব্যবহার করুন বাসনপত্র পরিষ্কার করার কাজে। সাবানের সঙ্গে মিশিয়ে নিন বাসন মাজার সময়।
advertisement
6/7
পেঁয়াজের খোসা দিয়ে চুলও ভাল পরিষ্কার হয়। পেঁয়াজের খোসা ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে মাথা ধুয়ে নিন শ্যাম্পুর সময়। চুল পরিষ্কার হবে। ওই জল দিতে পারেন হেনার প্যাকেও।
পেঁয়াজের খোসা দিয়ে চুলও ভাল পরিষ্কার হয়। পেঁয়াজের খোসা ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে মাথা ধুয়ে নিন শ্যাম্পুর সময়। চুল পরিষ্কার হবে। ওই জল দিতে পারেন হেনার প্যাকেও।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement