Onion in Pocket: প্রখর গরমে পকেটে কাঁচা পেঁয়াজ রাখলেই পালাবে হৃদরোগ? নিমেষে AC-র মতো শীতল আরাম? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Onion in Pocket:পেঁয়াজের প্রাকৃতিক শীতলতা বৈশিষ্ট্য রয়েছে কারণ এতে কোয়ারসেটিন এবং সালফারের মতো যৌগ থাকে যা ঘামকে উদ্দীপিত করে এবং বাষ্পীভবনের মাধ্যমে তাপ হ্রাসকে উৎসাহিত করে, যা শরীরকে তাপমাত্রা কমাতে সাহায্য করে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও বিজ্ঞান এই বিষয়টিতে এখনও স্পর্শ করেনি, ঐতিহ্যবাহী বিশ্বাস একমত। কিন্তু, পেঁয়াজের সাহায্যে তাপ থেকে সুরক্ষিত থাকার সর্বোত্তম উপায় হল পেঁয়াজ খাওয়া৷ কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বলে জানা যায় কারণ এর উচ্চ জলীয় উপাদান শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে অবদান রাখে। এটি প্রচণ্ড তাপের কারণে আপনার যে কোনও প্রদাহ প্রতিরোধ করতে পারে।
advertisement