শীতকালে শুষ্ক ত্বকের সমস্যার হাত থেকে রেহাই পাওয়া দুষ্কর (problem of dry skin in winter)৷ নিষ্প্রাণ ত্বকের চাকচিক্য ফেরাতে আমরা বহু কসমেটিক্সের শরণাপন্ন হই৷ বেশিরভাগ সময়েই সেগুলি ব্যর্থ হয়৷ বরং তার থেকে বেশি ফলপ্রসূ হয় ঘরোয়া টোটকা৷ ঘরোয়া টোটকাগুলির মধ্যে কিছুটা কম প্রচলিত ওটস আর দুধের প্যাক৷ ত্বক পেলব হয়৷ আবার এই রূপটানের কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই (home remedy to dry skin)৷ দুধ-ওটসের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল তো হয়ই৷ ট্যানলাইন, রোদের পোড়া দাগ, বলিরেখা-সহ বিভিন্ন সমস্যা দূর হয় সহজেই৷ কী করে তৈরি করবেন-বাড়িতে এই ফেসপ্যাক তৈরি করাও খুব সোজা৷ অর্ধেক কাপ ভর্তি দুধ নিন৷ তাতে আধঘণ্টার জন্য ওটস ভিজিয়ে রাখুন৷ এর পর ওটস ভাল করে মিশে গেলে ঘন প্যাক তৈরি করুন৷ কী করে ব্যবহার করবেন-প্রথমে কিছু কটনবল নিন৷ সেটি ভিজিয়ে নিন গোলাপজলে৷ সেই কটনবল দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন৷ এর পর সারা মুখের সর্বত্র সমানভাবে লাগান দুধ-ওটস ফেসপ্যাক৷ মুখের পাশাপাশি ঘাড়েও এই মিশ্রণ লাগাতে ভুলবেন না৷ ফেসপ্যাক লাগানোর পর পাঁচ মিনিট ধরে বৃত্তাকার মুভমেন্টে মালিশ করুন৷ এর পর মুখেই ১০ মিনিটের জন্য প্যাকটি মুখে রাখুন৷ তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷ উপকারিতা-দুধ-ওটসের ফেসপ্যাক ত্বকের শুষ্কতা দূর করে৷ একইসঙ্গে ত্বকের বাড়তি তেলও মুছে ফেলে এই মিশ্রণ৷ ফলে ত্বকের নিষ্প্রাণ ভাব দূর হয়ে যায়৷ অ্যাকনে ও অন্যান্য দাগ উঠে গিয়ে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়৷