Nose Reveals Personality: নাকের আকৃতি দেখেই মুহূর্তে বুঝে নেওয়া যায় চরিত্র? জানুন কীভাবে চিনবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Nose Reveals personality: এই নাকের গড়ন, প্রকৃতি দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর।
মুখমণ্ডলের অন্যতম চোখে পড়ার মত অংশ হল নাক। আর এই নাকের গড়ন, প্রকৃতি দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর। কারণ এই নাকেই অবস্থান করেন প্রেমের দেবতা শুক্রাচার্য।
advertisement
শুক্রাচার্যের শুভ প্রভাব থাকলে, প্রেমের গতি বৃদ্ধি পাবে আর অশুভ প্রভাব থাকলে বাড়বে তাঁর ভোগ ও লালসা। দেখে নেওয়া যাক, কেমন নাক থাকলে কেমন গুণের অধিকারী হবেন আপনি।
advertisement
নাক যাদের সোজা থাকে, তারা মানুষকে সব কাজে উৎসাহ দেয়। খুব গোছানো স্বভাবের হয়। যে কোনও কাজ নিখুঁতভাবে করতেই বেশি পছন্দ করেন এঁরা। তবে এদের প্রেমে প্রতারণা করতে পারে কেউ। আবার প্রত্যাশা অনুযায়ী ফলও পান না এঁরা।
advertisement
advertisement
যে সকল জাতক জাতিকার নাক অপেক্ষাকৃত ছোট এবং হালকা সবুজাভ বা কালচে শিরা দেখা যায়, তারা সাধারণত খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির হয়ে থাকে। সমাজের ছোট কাজগুলি এদের করতে দেখা যায়। খর্বাকৃতি নাকের অধিকারীদের সমাজে সেভাবে প্রতিষ্ঠা মেলে না।
advertisement
অন্যদিকে, যদি কোনও ব্যক্তির নাকের অগ্রভাগ একটু বাঁকা বা কর্কশ হয়, তাদের জীবনে দুঃখ কষ্ট থাকে। যদিও এরা চালাক হয়ে থাকেন।
advertisement
যাদের চওড়া নাক তারা জন্মগতভাবেই ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা যে কোনও কাজকে সফলভাবে করে থাকেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে এদের। এরা সমাজে যথেষ্ট প্রতিষ্টিত হন।
advertisement
যাঁদের চ্যাপ্টা নাক হয় তারা খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। ভালোবাসা দিতে ও নিতে জানে। উদ্যমী স্বভাবের হয়ে থাকে, প্রচুর ঝুঁকি নেয়, আশাবাদী স্বভাবের মানুষ হন এঁরা। সবসময় সদর্থক চিন্তাভাবনা পোষণ করেন এই জাতক-জাতিকারা।
advertisement