Nose Reveals Personality: নাকের আকৃতি দেখেই মুহূর্তে বুঝে নেওয়া যায় চরিত্র? জানুন কীভাবে চিনবেন...

Last Updated:
Nose Reveals personality: এই নাকের গড়ন, প্রকৃতি দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর।
1/9
মুখমণ্ডলের অন্যতম চোখে পড়ার মত অংশ হল নাক। আর এই নাকের গড়ন, প্রকৃতি দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর।  কারণ এই নাকেই অবস্থান করেন প্রেমের দেবতা শুক্রাচার্য।
মুখমণ্ডলের অন্যতম চোখে পড়ার মত অংশ হল নাক। আর এই নাকের গড়ন, প্রকৃতি দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর।  কারণ এই নাকেই অবস্থান করেন প্রেমের দেবতা শুক্রাচার্য।
advertisement
2/9
শুক্রাচার্যের শুভ প্রভাব থাকলে, প্রেমের গতি বৃদ্ধি পাবে আর অশুভ প্রভাব থাকলে বাড়বে তাঁর ভোগ ও লালসা। দেখে নেওয়া যাক, কেমন নাক থাকলে কেমন গুণের অধিকারী হবেন আপনি।
শুক্রাচার্যের শুভ প্রভাব থাকলে, প্রেমের গতি বৃদ্ধি পাবে আর অশুভ প্রভাব থাকলে বাড়বে তাঁর ভোগ ও লালসা। দেখে নেওয়া যাক, কেমন নাক থাকলে কেমন গুণের অধিকারী হবেন আপনি।
advertisement
3/9
নাক যাদের সোজা থাকে, তারা মানুষকে সব কাজে উৎসাহ দেয়। খুব গোছানো স্বভাবের হয়। যে কোনও কাজ নিখুঁতভাবে করতেই বেশি পছন্দ করেন এঁরা। তবে এদের প্রেমে প্রতারণা করতে পারে কেউ। আবার প্রত্যাশা অনুযায়ী ফলও পান না এঁরা।
নাক যাদের সোজা থাকে, তারা মানুষকে সব কাজে উৎসাহ দেয়। খুব গোছানো স্বভাবের হয়। যে কোনও কাজ নিখুঁতভাবে করতেই বেশি পছন্দ করেন এঁরা। তবে এদের প্রেমে প্রতারণা করতে পারে কেউ। আবার প্রত্যাশা অনুযায়ী ফলও পান না এঁরা।
advertisement
4/9
 তবে এদের প্রেমে প্রতারণা করতে পারে কেউ। আবার প্রত্যাশা অনুযায়ী ফলও পান না এঁরা। প্রতীকী ছবি। 
তবে এদের প্রেমে প্রতারণা করতে পারে কেউ। আবার প্রত্যাশা অনুযায়ী ফলও পান না এঁরা। প্রতীকী ছবি। 
advertisement
5/9
যে সকল জাতক জাতিকার নাক অপেক্ষাকৃত ছোট এবং হালকা সবুজাভ বা কালচে শিরা দেখা যায়, তারা সাধারণত খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির হয়ে থাকে। সমাজের ছোট কাজগুলি এদের করতে দেখা যায়। খর্বাকৃতি নাকের অধিকারীদের সমাজে সেভাবে প্রতিষ্ঠা মেলে না।
যে সকল জাতক জাতিকার নাক অপেক্ষাকৃত ছোট এবং হালকা সবুজাভ বা কালচে শিরা দেখা যায়, তারা সাধারণত খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির হয়ে থাকে। সমাজের ছোট কাজগুলি এদের করতে দেখা যায়। খর্বাকৃতি নাকের অধিকারীদের সমাজে সেভাবে প্রতিষ্ঠা মেলে না।
advertisement
6/9
অন্যদিকে, যদি কোনও ব্যক্তির নাকের অগ্রভাগ একটু বাঁকা বা কর্কশ হয়, তাদের জীবনে দুঃখ কষ্ট থাকে। যদিও এরা চালাক হয়ে থাকেন।
অন্যদিকে, যদি কোনও ব্যক্তির নাকের অগ্রভাগ একটু বাঁকা বা কর্কশ হয়, তাদের জীবনে দুঃখ কষ্ট থাকে। যদিও এরা চালাক হয়ে থাকেন।
advertisement
7/9
যাদের চওড়া নাক তারা জন্মগতভাবেই ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা যে কোনও কাজকে সফলভাবে করে থাকেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে এদের। এরা সমাজে যথেষ্ট প্রতিষ্টিত হন।
যাদের চওড়া নাক তারা জন্মগতভাবেই ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা যে কোনও কাজকে সফলভাবে করে থাকেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে এদের। এরা সমাজে যথেষ্ট প্রতিষ্টিত হন।
advertisement
8/9
যাঁদের চ্যাপ্টা নাক হয় তারা খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। ভালোবাসা দিতে ও নিতে জানে। উদ্যমী স্বভাবের হয়ে থাকে, প্রচুর ঝুঁকি নেয়, আশাবাদী স্বভাবের মানুষ হন এঁরা। সবসময় সদর্থক চিন্তাভাবনা পোষণ করেন এই জাতক-জাতিকারা।
যাঁদের চ্যাপ্টা নাক হয় তারা খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। ভালোবাসা দিতে ও নিতে জানে। উদ্যমী স্বভাবের হয়ে থাকে, প্রচুর ঝুঁকি নেয়, আশাবাদী স্বভাবের মানুষ হন এঁরা। সবসময় সদর্থক চিন্তাভাবনা পোষণ করেন এই জাতক-জাতিকারা।
advertisement
9/9
যে সকল ব্যক্তির নাকের রং হালকা পীত বর্ণের বা পীত আভাযুক্ত হয় তারা কিছুটা অলস প্রকৃতিই হয় বলেই মনে করা হয়। ফেস রিডিং পদ্ধতি অনুযায়ী একথা মনে করা হলেও। উপরুক্ত সব ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রমও হয়ে থাকে।
যে সকল ব্যক্তির নাকের রং হালকা পীত বর্ণের বা পীত আভাযুক্ত হয় তারা কিছুটা অলস প্রকৃতিই হয় বলেই মনে করা হয়। ফেস রিডিং পদ্ধতি অনুযায়ী একথা মনে করা হলেও। উপরুক্ত সব ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রমও হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement