North Bengal Trip: পুজোয় ঘুরে আসুন উত্তরের একেবারে অফবিট এই ৬ জায়গায়! বিশ্ব পর্যটন দিবসে রইল বেড়ানোর খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Trip: বিশ্ব পর্যটন দিবস। এই পর্যটন দিবসে পুজোর মরশুমে বেড়ানোর জন্য রইল উত্তরবঙ্গের কিছু অফবিট পর্যটন কেন্দ্রের খোঁজ।
*মানেভঞ্জন: শৈল শহর দার্জিলিং সংলগ্ন ছোট্ট গ্রাম মজুয়া সংলগ্ন এলাকার অন্যতম পর্যটন কেন্দ্র মানেভঞ্জন। এটি একটি ট্রেকিং পথ। তাই অ্যাডভেঞ্চার পছন্দকারী ভ্রমণ বিলাসীদের কাছে মানেভঞ্জন অন্যতম জনপ্রিয় ঠিকানা। মনে হয় যেন সাওয়াজি খোলার তীরে প্রকৃতি মায়ের কোলে শুয়ে আছে। সিংগালিলা বন রেঞ্জ দ্বারা বেষ্টিত, পাখির কিচিরমিচির-সহ দূষণ মুক্ত শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগের আদর্শ।
advertisement
advertisement
*মাহালদিরাম: দার্জিলিংয়ের কাছে উত্তরবঙ্গের এই জায়গাটি হয়তো অনেকের কাছেই অজানা। মেঘ, রোদ, চা বাগান, পাহাড়, মোমো, ছোটোখাটো ট্রেকিং, প্রকৃতি, পাখি, জৈব সবজি এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের সম্পূর্ণ রসদ রয়েছে এখানে। ঘরের বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়েই ছুঁতে পারবেন মেঘ, কখনও মেঘ হয়তো চলে যাবে আপনার ভিতর দিয়ে। বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করুন টি গার্ডেনের চা-পাতা তোলার দৃশ্য। নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার।
advertisement
*বিদ্যাং: ছবির মত সুন্দর বিদ্যাং-কে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়ে সাজিয়েছেন। আঁকাবাঁকা নদী, যতদুর চোখ যায় শুধু পাইন, ফার, ওক এবং দেবদারু গাছের সারি। চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে ও সরল এবং অতিথিবৎসল মানুষজন – সবকিছু মিলে আপনার মনে হবে যেন উত্তরবঙ্গের এক স্বর্গরাজ্যে এসে পড়েছেন। যারা প্রকৃতি ভালবাসেন বিদ্যাং তাদের কাছে যেন স্বর্গসম।
advertisement
advertisement