Darjeeling Trip: গ্রামে ঢুকলেই স্বাগত জানাবে পাহাড়-জঙ্গল-ঝর্ণা, কোথায় জেনে আজই বেড়ানোর প্ল্যান করে নিন
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling Trip: পাহাড়ি এই অচেনা গ্রামে ঢুকতেই চারদিকে সবুজে ঘেরা পাহাড় জঙ্গল এবং পাহাড়ের বুক চিরে ঝর্ণা স্বাগত জানাবে আপনাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
*আপনি চাইলে এই ঝর্ণার জলে পা চুবিয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারেন। এই জায়গার প্রসঙ্গে গ্রামের এক স্থানীয় বাসিন্দা দেবযানী প্রধান বলেন, একটু শান্তির খোঁজে এই গ্রামে ছুটে আসে পর্যটকেরা। চারিদিকে সবুজে ঘেরা ওই জায়গায় যেমন দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা যায় তার পাশাপাশি চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড়ের মধ্যে লেকের মধ্যে বোটিং থেকে শুরু করে চলতি মাসেই এটিভি অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে প্যারালাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মজা নিতে পারবে পর্যটকেরা সঙ্গে থাকবে লোকাল খাওয়ার খাবার মজা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement







