নিস্তব্ধ পাহাড়, রহস্যময় জঙ্গল, দামাল নদী! ১৫ অগাস্টের ছুটিতে ঘুরে আসুন 'এই' পাহাড়ি গ্রামগুলি
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
North Bengal Offbeat Destination: পাইন বন, মেঘের ছোঁয়া আর নদীর ধ্বনি একে করে তুলেছে এক স্বপ্নময় গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে নিঃশব্দ প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে এই পাহাড়ি গ্রামগুলি আপনাকে হতাশ করবে না।
*সামনেই পুজো। ছুটি পেলে মন তো চায় উড়ে বেড়াতে। কোথায় যাবেন ভাবছেন? রইল বিশেষ খোঁজ। দক্ষিণবঙ্গ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছেই পাহাড় প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য কালিম্পং জেলার রামধুরা। পাইন বন, মেঘের ছোঁয়া আর নদীর ধ্বনি একে করে তুলেছে এক স্বপ্নময় গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে নিঃশব্দ প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে রামধুরা আপনাকে হতাশ করবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









