North Bengal Trip: এখানে মেঘ গাভীর মতো চড়ে! ঘরে বসে একই ফ্রেমে সান্দাকফু-নেপাল দর্শন! কোথায় জানুন

Last Updated:
North Bengal Trip: চোখের সামনে ভেসে উঠবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকে শুরু করে নেপাল এবং মিরিকের পাহাড়। এই গ্রামের নাম চটকপুর...
1/5
*প্রতিনিয়ত পাহাড়ের কোলে শান্তির খোঁজে ছুটে আসেন প্রচুর পর্যটক। শহরের কোলাহল যানজট এবং কংক্রিটের দেওয়াল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পাখিদের কিচিরমিচির শব্দে যেন নিমেষে এই মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সেই অর্থেই একটু সময় পেলে মন যেন ছুটে যেতে চায় পাহাড়ে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
*প্রতিনিয়ত পাহাড়ের কোলে শান্তির খোঁজে ছুটে আসেন প্রচুর পর্যটক। শহরের কোলাহল যানজট এবং কংক্রিটের দেওয়াল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পাখিদের কিচিরমিচির শব্দে যেন নিমেষে এই মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সেই অর্থেই একটু সময় পেলে মন যেন ছুটে যেতে চায় পাহাড়ে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*বর্তমানে দার্জিলিং পাহাড়ের কোলে বহু চর্চিত এই গ্রামেভিড় বাড়ছে পর্যটক। চারিদিকে পাহাড় চা বাগান আর জঙ্গলে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ এই জায়গায়, প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকরা। সংগৃহীত ছবি। 
*বর্তমানে দার্জিলিং পাহাড়ের কোলে বহু চর্চিত এই গ্রামেভিড় বাড়ছে পর্যটক। চারিদিকে পাহাড় চা বাগান আর জঙ্গলে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ এই জায়গায়, প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকরা। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*এই জায়গায় আসলে চোখের সামনে ভেসে উঠবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকে শুরু করে নেপাল এবং মিরিকের পাহাড়। এই গ্রামের নাম চটকপুর। সংগৃহীত ছবি। 
*এই জায়গায় আসলে চোখের সামনে ভেসে উঠবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকে শুরু করে নেপাল এবং মিরিকের পাহাড়। এই গ্রামের নাম চটকপুর। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*বর্তমানে দার্জিলিং শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ের কোলে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দার্জিলিং এর বুকে এই চটকপুর গ্রাম। সংগৃহীত ছবি। 
*বর্তমানে দার্জিলিং শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ের কোলে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দার্জিলিং এর বুকে এই চটকপুর গ্রাম। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*শুধু পাহাড় আর সূর্যাস্তই নয় যেসব পাহাড়-প্রেমীরা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য জঙ্গলের মাঝ দিয়ে রয়েছে ট্রেকিং রুট। এখানে একবার আসলেই মন ভাল হয়ে যাবে আপনার। এখানে গেলে আপনাকে ঘরের জানালা দিয়ে একই ফ্রেমে উঁকি দেবে সান্দাকফু নেপাল এবং মিরিক। সংগৃহীত ছবি।
*শুধু পাহাড় আর সূর্যাস্তই নয় যেসব পাহাড়-প্রেমীরা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য জঙ্গলের মাঝ দিয়ে রয়েছে ট্রেকিং রুট। এখানে একবার আসলেই মন ভাল হয়ে যাবে আপনার। এখানে গেলে আপনাকে ঘরের জানালা দিয়ে একই ফ্রেমে উঁকি দেবে সান্দাকফু নেপাল এবং মিরিক। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement