Nil Sashthi Rituals 2024: এই বিশেষ বেলপাতা এভাবে নীলষষ্ঠীতে নিবেদন করুন মহাদেবকে, সন্তানের মঙ্গল ও কল্যাণ হবে

Last Updated:
Nil Sashthi Rituals 2024: সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা। তাঁরা উপবাস ব্রত রেখে মহাদেবকে জল অর্পণ করেন। সন্তানের কল্যাণকামনায় ব্রত পালন করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি
1/11
দোরগোড়ায় নীলষষ্ঠী। চৈত্রমাসের অন্যতম এই লৌকিক পার্বণ এ বছর পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল।
দোরগোড়ায় নীলষষ্ঠী। চৈত্রমাসের অন্যতম এই লৌকিক পার্বণ এ বছর পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল।
advertisement
2/11
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা। তাঁরা উপবাস ব্রত রেখে মহাদেবকে জল অর্পণ করেন। সন্তানের কল্যাণকামনায় ব্রত পালন করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি।
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা। তাঁরা উপবাস ব্রত রেখে মহাদেবকে জল অর্পণ করেন। সন্তানের কল্যাণকামনায় ব্রত পালন করা হয় বলে এর সঙ্গে জুড়ে গিয়েছে ‘ষষ্ঠী’ শব্দটি।
advertisement
3/11
মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
4/11
নীলষষ্ঠীতে ডাবের জল দিয়ে অভিষেক করুন মহাদেবের। নিবেদন করুন আকন্দের মালা।
নীলষষ্ঠীতে ডাবের জল দিয়ে অভিষেক করুন মহাদেবের। নিবেদন করুন আকন্দের মালা।
advertisement
5/11
নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা। যদি মালা নাও পান, অবশ্যই দিন নীলকণ্ঠ ফুল।
নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা। যদি মালা নাও পান, অবশ্যই দিন নীলকণ্ঠ ফুল।
advertisement
6/11
মহাদেবকে নিবেদন করুন ৩,৫,৭, ৯ বা যে কোনও বিজোড় সংখ্যক বেলপাতা। বেলপাতা যেন অবশ্যই ত্রিপত্র বিশিষ্ট হয়।
মহাদেবকে নিবেদন করুন ৩,৫,৭, ৯ বা যে কোনও বিজোড় সংখ্যক বেলপাতা। বেলপাতা যেন অবশ্যই ত্রিপত্র বিশিষ্ট হয়।
advertisement
7/11
বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। অখণ্ড বেলপাতা নিবেদন করুন। বিশেষ নিয়মে দিতে হবে বেলপাতা। দেখতে হবে যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে।
বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। অখণ্ড বেলপাতা নিবেদন করুন। বিশেষ নিয়মে দিতে হবে বেলপাতা। দেখতে হবে যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে।
advertisement
8/11
মহাদেবকে দিন আকন্দফুল, নীল অপরাজিতা এবং হলুদ কল্কে ফুল। ধুতুরাফুল এবং ধুতুরাফলও শিবের অত্যন্ত প্রিয় বলে কথিত।
মহাদেবকে দিন আকন্দফুল, নীল অপরাজিতা এবং হলুদ কল্কে ফুল। ধুতুরাফুল এবং ধুতুরাফলও শিবের অত্যন্ত প্রিয় বলে কথিত।
advertisement
9/11
দেবী নীল চণ্ডিকাকে নিবেদন করুন রঙিন ফুল। দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বৃন্ত-সহ একটি গোটা কাঁচা আম।
দেবী নীল চণ্ডিকাকে নিবেদন করুন রঙিন ফুল। দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বৃন্ত-সহ একটি গোটা কাঁচা আম।
advertisement
10/11
নীলষষ্ঠীতে তিন বার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমবার নীলকণ্ঠ মহাদেব, তার পর রঙিন ফুল ও বেলপাতায় দেবী নীল চণ্ডিকা এবং তৃতীয় বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা ষষ্ঠীকে।
নীলষষ্ঠীতে তিন বার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমবার নীলকণ্ঠ মহাদেব, তার পর রঙিন ফুল ও বেলপাতায় দেবী নীল চণ্ডিকা এবং তৃতীয় বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা ষষ্ঠীকে।
advertisement
11/11
নীলষষ্ঠীতে মহাদেবকে নিবেদন করুন ভস্ম, দূর্বা, ভিজিয়ে রাখা গোটা আতপচাল, গোটা পঞ্চশস্য, রুদ্রাক্ষের মালা। আরতি সমাপনে শঙ্খধ্বনি বাজান। শিবপুজোয় শঙ্খধ্বনি বাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
নীলষষ্ঠীতে মহাদেবকে নিবেদন করুন ভস্ম, দূর্বা, ভিজিয়ে রাখা গোটা আতপচাল, গোটা পঞ্চশস্য, রুদ্রাক্ষের মালা। আরতি সমাপনে শঙ্খধ্বনি বাজান। শিবপুজোয় শঙ্খধ্বনি বাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement