Newborn Rashes In Summer:গরম পড়তে না পড়তেই সদ্যোজাতর গায়ে-মুখে র্যাশ? কীভবে মোকাবিলা করবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গরমকালে বাচ্চাদের গালে-মাথায় ও শরীরের বাকি আংশে র্যাশ বের হতে দেখা যায়! অনেকে এই র্যাশগুলিকে ঘাঁমাচি ভেবেও ভুল করেন! এগুলো ঘাঁমাচি নয়, ডাক্তারি পরিভাষায় বলে হিট র্যাশ! খুবই যন্ত্রণাদায়ক! কীভবে মোকাবিলা করবেন? কী করলে আপনার একরত্তি একটু আরাম পাবে? পড়ুন--
advertisement
advertisement
advertisement
ত্বকের বিভিন্ন ভাঁজ যেমন বাহুমূল, গলা, কুঁচকি ইত্যাদি অংশে ঘাম জমে হিট র্যাশ হয়। বাচ্চাদের পাউডার মাখাবেন না। পাউডারের ফলে ঘাম নিঃসরণের পথ বন্ধ হয়ে যায়। কাজেই, ঘাম বেরনোর পথ না পেয়ে, বাচ্চার কোমল ত্বকে লাল লাল র্যাশ হয়ে ফুটে বের হয়। অনেকসময় মায়েরা হিট র্যাশকেই ঘাঁমাচি ভেবে ভুল করে ঘামাচিনাশক পাউডার লাগিয়ে বাচ্চার কষ্ট আরও বাড়িয়ে তোলেন।
advertisement
advertisement
advertisement
advertisement