দাম্পত্য জীবন হয়ে গিয়েছে নিস্তরঙ্গ? দুজনেই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে একে অন্যের জন্য সময় পাওয়া হয়ে উঠেছে কঠিন। আর সেই সুযোগে বাড়ছে দূরত্ব (Love and Relationship Tips)। নিত্য-নতুন অশান্তি দানা বাঁধছে প্রতি মুহূর্তে। যার জেরে আজকাল কারণ ছাড়া ঝগড়া করেন দুজন। সম্পর্কটা (New Year Resolution Tips For Couple) দিন দিন যে তিক্ত হয়ে যাচ্ছে তা বুঝতে পারছেন। অথচ চাইলেও ঠিক করতে পারছেন না। প্রতীকী ছবি।
এবার নতুন বছরে সব ঠিক করে ফেলুন। পারিবারিক পরামর্শদাতাদের এই কয়েকটি পরামর্শ মানলেই হতে পারে ম্যাজিক (Love and Relationship Tips)। নতুন বছরে দুজনে রেজোলিউশন (Resolution) নিন দাম্পত্য জীবনের হারানো ঔজ্বল্য ফিরিয়ে আনবেন এই জাদুমন্ত্রে। জেনে নিন কীভাবে দাম্পত্য সম্পর্কের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাবেন। প্রতীকী ছবি।
মানসিক চাহিদার পাশাপাশি যৌন (Sex) চাহিদাকে গুরুত্ব দিন এবার থেকে। দাম্পত্য জীবনে এরও গুরুত্ব রয়েছে। দুজনে দুজনের কথা বোঝার চেষ্টা করুন। নানা কারণে বিয়ের কয়েক বছরের মধ্যেই অনেকে যৌন মিলনের (Love and Relationship Tips) আগ্রহ হারায়। সেক্ষেত্রে, কেন এমন হচ্ছে তা বোঝার চেষ্টা করুন। আর এই নতুন বছরেই পা রাখুন এখন নতুন সম্পর্কের আলোয়। প্রতীকী ছবি।