New Born Baby Heath Tips: শীত আসছে, কোলের সন্তানকে সুস্থ রাখতে অবশ্যই মেনে চলতে হবে ঘরোয়া কিছু পদ্ধতি, গরম পোশাকে সঙ্গে মাস্ট ওয়েল মাসাজ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
শিশুর পোশাক, বিছানা, কক্ষকে নিয়মিত পরিষ্কার করতে হবে। বাড়ির প্রতিটি সদস্যকেও এ সময় সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
শীতকালে বাইরে যেতে হলে সঠিক ও উপযুক্ত পোশাক নির্বাচন করুন। শিশুকে টুপি, মোজা, মিটেনস পরান, এমনকি রাতেও এই পোশাকেই রাখুন। তবে শীত থেকে বাঁচাতে গিয়ে অতিরিক্ত জামা কাপড় পরিয়ে ফেলবেন না। এর ফলে হীতে বিপরীত হতে পারে। কক্ষের তাপমাত্রা অনুযায়ী পোশাক পরানো উচিত। আবার এমন কিছু পরিয়ে ফেলবেন না, যা শিশুর হাঁটাচলাকে আটকে দেয় বা যা পরে তারা হাত পা ছুড়ে খেলতে না-পারে। অন্য দিকে মায়েরা এমন পোশাক পরুন, যা শিশুর ত্বকের সঙ্গে ঘষা খেয়ে কোনও ক্ষতি করবে না।
advertisement
advertisement
advertisement
সুপ, স্যালাড, সবুজ শাকসবজি, বাজরা, ভুট্টার আটা নতুন মায়েদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। আবার শিশুকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্তন্যদুগ্ধ পান করান। কারণ এটি তাদের পুষ্টির আসল উৎস। স্তন্যদুগ্ধ পান শিশুকে নানান সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে। আবার এর ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। অন্য দিকে মায়ের সংস্পর্শ শিশুকে উষ্ণতা প্রদান করে।
advertisement
শিশু যেহেতু অধিকাংশ সময় মায়ের সংস্পর্শে থাকে, তাই মা-কে নিজের ব্যক্তিগত হাইজিনের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। তা না-হলে মা ও শিশু উভয়েরই সংক্রমণের ঝুঁকি থেকে যায়। শিশুকে ধরার আগে হাত ধুয়ে নিতে হবে। আবার যে-ই বাচ্চার কাছে আসুক না-কেন, তাঁদের মাস্ক পরে থাকার নির্দেশ দিন। এ ছাড়াও শিশুর পোশাক, বিছানা, কক্ষকে নিয়মিত পরিষ্কার করতে হবে। বাড়ির প্রতিটি সদস্যকেও এ সময় সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
