Neem Tree Benefits: আপনার বাড়ির সামনেই পাবেন ভয়ঙ্কর তেতাে অবহেলার এই পাতা! নিয়ম মেনে খেলেই জব্দ সুগার থেকে ক্যানসার
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Neem Tree Benefits: এই গাছ শুধু পরিবেশ শুদ্ধ করে না, বরং ত্বকের সমস্যা, সুগার, কুষ্ঠ, চোখের রোগ এমনকি ক্যানসার প্রতিরোধেও কার্যকর। পাতা, ছাল, ফল ও তেল—সবই ভেষজ গুণে ভরপুর, যা শরীরকে করে ভিতর থেকে সুস্থ। বিস্তারিত জানুন...
আজ এমন এক আশ্চর্য গাছের সম্পর্কে জানুন, যাকে আয়ুর্বেদে "অমৃত" বলে সম্মান দেওয়া হয়। এই গাছ শুধু আমাদের পরিবেশকে শুদ্ধ করে না, বরং শরীরের নানা জটিল রোগ থেকেও মুক্তি দিতে পারে। এর পাতা, ছাল, ফল এবং এমনকি ডালপালাও নানা ওষধি গুণে ভরপুর। আমরা কথা বলছি নিম গাছ সম্পর্কে—যাকে ভারতীয় সংস্কৃতিতে “সংজীবনী” হিসেবে পুজো করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে অতিরিক্ত সেবনে সতর্কতা অবলম্বন জরুরি। বিশেষ করে গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে অথবা যাঁরা অন্য গুরুতর রোগে আক্রান্ত, তাঁদের উচিত কোনও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া। কারণ বয়স, শরীরের প্রকৃতি ও অসুস্থতার অবস্থার ভিত্তিতে উপযুক্ত মাত্রা ঠিক করতে পারেন কেবল একজন অভিজ্ঞ চিকিৎসকই।
advertisement