Natural Mosquito Repellent: বাজেরের দামি দামি মশার তেল-ধূপ ছাড়ুন, রসুনের ঝাঁঝালো গন্ধ কমাবে মশার উৎপাত! ‘এভাবে’ ট্রাই করুন!
- Published by:Salmali Das
Last Updated:
আসলে রসুনকে ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট হিসেবে দেখা হয়। আর তাই রাসায়নিক স্প্রে-র জায়গায় অনেকেই রসুনের রস ব্যবহার করে থাকেন।
অনেকেই মনে করেন যে, রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধ মশা দূর করতে পারে। তাই কাঁচা রসুন চিবানো থেকে শুরু করে রসুনের রস ত্বকে লাগানো কিংবা বাগানে রসুনের রস স্প্রে করার মতো টোটকা অবলম্বন করে থাকেন বহু মানুষ। আসলে রসুনকে ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট হিসেবে দেখা হয়। আর তাই রাসায়নিক স্প্রে-র জায়গায় অনেকেই রসুনের রস ব্যবহার করে থাকেন। কিন্তু আদতে কি তা কাজ করে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী? সেটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তাতে দেখা গিয়েছে যে, ১-২ ঘণ্টার জন্য মশার উৎপাত প্রতিহত করতে পেরেছে এটি। কিন্তু এর কার্যকারিতা অবশ্য প্রজাতি ভেদে ভিন্ন হয়। আরও নানা গবেষণায় একই রকম ফলাফল এসেছে। তবে এক্ষেত্রে ত্বকের জ্বালা-অস্বস্তির সমস্যাও রয়েছে। যদি রসুনের রস অথবা তেল যদি ত্বকের উপর সরাসরি প্রয়োগ করা হয়, তাহলে তা সমস্যা ডেকে আনতে পারে।
advertisement
advertisement
advertisement
Oil of Lemon Eucalyptus (OLE): এটা ন্যাচারাল মসকুইটো রিপেলেন্স। ৬ ঘণ্টা পর্যন্ত এর কার্যকারিতা বজায় থাকে। এই সবের কাছে রসুন কিছুই নয়। সে সেবন করা হোক, ত্বকে লাগানো হোক কিংবা স্প্রে করা হোক — এর কার্যকারিতা কম। বেশিক্ষণ স্থায়ীও হয় না। সব মিলিয়ে একেবারেই ভরসাযোগ্য নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
