Nail Fungus: বৃষ্টির জমা জল পা লেগে নখকুনি হয়েছে? যন্ত্রনায় প্রাণ ওষ্ঠাগত? নামীদামি লোশন-মলম লাগাতে হবে না, এই ঘরোয়া উপায়েই মিনিটের মধ্যে ব্যথা কমবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Nail Fungus: নখকুনি হলে পাত্তা দেন না? খের পাশের ত্বকের মধ্যে সৃষ্টি হওয়া ফাটলের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। বড় বিপদ হতে পারে কিন্তু এর থেকে! জানুন মুক্তির উপায়
বর্ষা মানেই জল-কাদায় চলাফেরা। এইসময় হাত-পা নোংরা হয় সহজে। বিশেষ করে পায়ের নখে ময়লা ঢুকে যায়,সেই থেকে হয় নখকুনির ব্যথা
advertisement
নখকুনি একটি সাধারণ সমস্যা, যা অনেকেই ভোগেন। এটি প্রাথমিকভাবে নখের চারপাশে ফুলে ওঠা বা প্রদাহ সৃষ্টি করে, এবং মাঝে মাঝে অস্বস্তির কারণও হয়। তবে, কিছু ঘরোয়া টোটকা রয়েছে যেগুলি এই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। চলুন জেনে নিন নখকুনি থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচটি সহজ ও প্রাকৃতিক উপায়
advertisement
হাত কিংবা পায়ের নখে নখকুনি হলে হাঁটাচলা বা কাজ করতে বেগ পেতে হয়। মূলত নখের পাশের ত্বকের মধ্যে সৃষ্টি হওয়া ফাটলের মধ্য দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে।
advertisement
বর্ষাকালে বহুল সংক্রামিত এই যন্ত্রণাদায়ক নখকুনি থেকে মুক্তি পেতে ঘরোয়া কয়েকটি সহজ উপায়ে ভরসা রাখুন।
advertisement
নখকুনির অব্যর্থ ওষুধ পাতিলেবু। সংক্রামিত জায়গায় দুই-এক ফোঁটা পাতিলেবুর রস লাগান। ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।
advertisement
একটি পাত্রে উষ্ণ গরম জলে কিছুটা ভিনিগার মিশিয়ে নিয়ে ১০-১৫ মিনিট নখকুনি আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তারপর শুকিয়ে মুছে নিন। দু-এক দিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।
advertisement