Mutton Health Benefit: কাদের জন্য মটন খাওয়া খুব ভাল? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য চমকে দেবে!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অনেকের বাড়িতে পাঠা (রেড মিট) এখন খুব কম হয়
বাঙালির রবিবারের দুপুর মানেই কব্জি ডুবিয়ে মাংস-ভাত ৷ গুছিয়ে খেয়ে একটা লম্বা ভাত ঘুম ! এই না হলে হয় ? যদি ছুটি দিনও এত সাদামাটা খাওয়া হয়, তাহলে সেই ছুটির দিনের কোনও গুরুত্ব থাকে না? রবিবার, ছুটির দিন খুবই স্পেশাল ৷ সবাই মিলে একসঙ্গে লাঞ্চের মজাই আলাদা ৷ আর সেই খাওয়া জমে যদি পাতে থাকে পাঠার মাংস বা মটন!
advertisement
বাঙালির প্রিয় কচি পাঠার পাতলা ঝোল হোক বা কসা মাংস, পেট মন সবই ভরতে মটনের জুড়ি নেই৷ তবে অনেকের বাড়িতে পাঠা (রেড মিট) এখন খুব কম হয় ৷ এক, পাঠার মাংসের দাম অনেকটাই বেশি, দুই, খাদ্যগুণে মুরগির থেকে অনেক অংশে পিছিয়ে মটন ৷ বাড়িতে রেট মিট না খাওয়া বা আনার পিছনে দ্বিতীয় কারণটাই অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব পায় ৷ তবে গবেষণা বলছে পাঠার গুণ নেহাত কম নয় ! খেতেও যেমন সুস্বাদু, গুণেও তেমন ভরপর বাঙালির প্রিয় পাঠার মাংস!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement