Mutton: কীভাবে চিনবেন ভাল খাসির মাংস? কোন অংশের মাংস নিলে তুলতুলে হবে ঝোল, জানেন কি?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
খাসির মাংস দিয়ে নানা রকমের রান্না হয়৷ কাবাব, বিরিয়ানি, কিমা, কোর্মা, ভুনা, নিহারী, পায়া স্যুপ এবং আমাদের প্রিয় রোববারের মাংসের ঝোল তো আছেই৷ এ সব রান্নার জন্যে কিন্তু খাসির শরীরের ভিন্ন ভিন্ন অংশের মাংস ব্যবহার করা হয়৷
ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের রান্না হয়ে থাকে। যদি মাটন বা খাসির মাংসের কথা বিবেচনা করি, তাহলে তার বিভিন্ন অংশের মাংস দিয়ে বিভিন্ন ধরনের রান্না হয়৷ খাসির মাংসের দোকানে মাংস কিনতে গিয়ে আমরা অনেক সময়ই বুঝতে পারি না, ঠিক কোন অংশের মাংস নেব বা দোকানদার যেখান থেকে মাংস কেটে দেয়, সেটাই নিয়ে বাড়ি চলে আসি৷ রান্না করে দেখি সবটাই নয় সবটাই গলে পাঁক হয়ে গেল, আর নয় শক্ত ইট৷ তাই রান্নার আগে ঠিকমতো মাংস নির্বাচন করা কেনা অত্যন্ত জরুরি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পা: ছাগলের পায়ের অংশ খারোদ নামে পরিচিত৷ এখানে বেশির ভাগটাই হাড়৷ তবে মাংস-ভাতের শেষ পাতে যাঁরা হাড়ির অস্থিমজ্জা থালায় ঠুকে বের করে বা শুষে খেতে পছন্দ করেন, তাঁরা এই অংশের মাংস খানিকটা রাখতে পারেন৷ তবে এই অংশে যেহেতু বেশিরভাগটাই হাড়, তাই মহার্ঘ খাসির মাংসের অনেকটাই ‘লস’ হয়৷ তবে স্যুপের জন্য এই অংশ আদর্শ৷
advertisement