Mutton: কীভাবে চিনবেন ভাল খাসির মাংস? কোন অংশের মাংস নিলে তুলতুলে হবে ঝোল, জানেন কি?

Last Updated:
খাসির মাংস দিয়ে নানা রকমের রান্না হয়৷ কাবাব, বিরিয়ানি, কিমা, কোর্মা, ভুনা, নিহারী, পায়া স্যুপ এবং আমাদের প্রিয় রোববারের মাংসের ঝোল তো আছেই৷ এ সব রান্নার জন্যে কিন্তু খাসির শরীরের ভিন্ন ভিন্ন অংশের মাংস ব্যবহার করা হয়৷
1/12
ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের রান্না হয়ে থাকে। যদি মাটন বা খাসির মাংসের কথা বিবেচনা করি, তাহলে তার বিভিন্ন অংশের মাংস দিয়ে বিভিন্ন ধরনের রান্না হয়৷ খাসির মাংসের দোকানে মাংস কিনতে গিয়ে আমরা অনেক সময়ই বুঝতে পারি না, ঠিক কোন অংশের মাংস নেব বা দোকানদার যেখান থেকে মাংস কেটে দেয়, সেটাই নিয়ে বাড়ি চলে আসি৷ রান্না করে দেখি সবটাই নয় সবটাই গলে পাঁক হয়ে গেল, আর নয় শক্ত ইট৷ তাই রান্নার আগে ঠিকমতো মাংস নির্বাচন করা কেনা অত্যন্ত জরুরি৷
ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের রান্না হয়ে থাকে। যদি মাটন বা খাসির মাংসের কথা বিবেচনা করি, তাহলে তার বিভিন্ন অংশের মাংস দিয়ে বিভিন্ন ধরনের রান্না হয়৷ খাসির মাংসের দোকানে মাংস কিনতে গিয়ে আমরা অনেক সময়ই বুঝতে পারি না, ঠিক কোন অংশের মাংস নেব বা দোকানদার যেখান থেকে মাংস কেটে দেয়, সেটাই নিয়ে বাড়ি চলে আসি৷ রান্না করে দেখি সবটাই নয় সবটাই গলে পাঁক হয়ে গেল, আর নয় শক্ত ইট৷ তাই রান্নার আগে ঠিকমতো মাংস নির্বাচন করা কেনা অত্যন্ত জরুরি৷
advertisement
2/12
খাসির মাংস দিয়ে নানা রকমের রান্না হয়৷ কাবাব, বিরিয়ানি, কিমা, কোর্মা, ভুনা, নিহারী, পায়া স্যুপ এবং আমাদের প্রিয় রোববারের মাংসের ঝোল তো আছেই৷ এ সব রান্নার জন্যে কিন্তু খাসির শরীরের ভিন্ন ভিন্ন অংশের মাংস ব্যবহার করা হয়৷
খাসির মাংস দিয়ে নানা রকমের রান্না হয়৷ কাবাব, বিরিয়ানি, কিমা, কোর্মা, ভুনা, নিহারী, পায়া স্যুপ এবং আমাদের প্রিয় রোববারের মাংসের ঝোল তো আছেই৷ এ সব রান্নার জন্যে কিন্তু খাসির শরীরের ভিন্ন ভিন্ন অংশের মাংস ব্যবহার করা হয়৷
advertisement
3/12
 ঘাড়: ঘাড়ের অংশের মাংস বেশ নরম৷ তবে কম মসৃণ৷ এই অংশের মাংস স্টু-এর জন্য সবচেয়ে ভাল৷ তবে৷ বিরিয়ানির মাংসের জন্যেও এই অংশের মাংস ব্যবহার করা যায়৷ মাংসের ঝোলের জন্যেও মন্দ নয়৷
ঘাড়: ঘাড়ের অংশের মাংস বেশ নরম৷ তবে কম মসৃণ৷ এই অংশের মাংস স্টু-এর জন্য সবচেয়ে ভাল৷ তবে৷ বিরিয়ানির মাংসের জন্যেও এই অংশের মাংস ব্যবহার করা যায়৷ মাংসের ঝোলের জন্যেও মন্দ নয়৷
advertisement
4/12
কাঁধ: কাঁধের অংশের মাংস নরম৷ হাল্কা রসাল৷ এই অংশ থেকে ভাল কিমা বের করা যায়৷ তা দিয়ে ভুনা বা কাবাব রান্না করতেই পারেন৷ এই অংশ গ্রিলিংয়ের জন্যেও উপযুক্ত৷ কোর্মাও রান্না করতে পারবেন এই অংশের মাংস দিয়ে৷ মাংসের ঝোলের জন্যে নিলেও খারাপ হবে না৷
কাঁধ: কাঁধের অংশের মাংস নরম৷ হাল্কা রসাল৷ এই অংশ থেকে ভাল কিমা বের করা যায়৷ তা দিয়ে ভুনা বা কাবাব রান্না করতেই পারেন৷ এই অংশ গ্রিলিংয়ের জন্যেও উপযুক্ত৷ কোর্মাও রান্না করতে পারবেন এই অংশের মাংস দিয়ে৷ মাংসের ঝোলের জন্যে নিলেও খারাপ হবে না৷
advertisement
5/12
ব্রেস্ট: ছাগলের বুকের মাংসে বেশ চর্বি থাকে৷ এটি স্যুপের জন্য উপযুক্ত বলে মনে করেন রন্ধন বিশারদেরা৷ এছাড়া, বুকের মোটা অংশ বিরিয়ানি কিংবা কোর্মার জন্যেও ব্যবহার হয়৷ ঝোলের জন্য খুব একটা ঠিক নয় এই অংশের মাংস৷
ব্রেস্ট: ছাগলের বুকের মাংসে বেশ চর্বি থাকে৷ এটি স্যুপের জন্য উপযুক্ত বলে মনে করেন রন্ধন বিশারদেরা৷ এছাড়া, বুকের মোটা অংশ বিরিয়ানি কিংবা কোর্মার জন্যেও ব্যবহার হয়৷ ঝোলের জন্য খুব একটা ঠিক নয় এই অংশের মাংস৷
advertisement
6/12
পাঁজর: এই অংশের মাংসকে চ্যাপ বলে৷ এই অংশের মাংস নরম, কিন্তু হাড় থাকে৷ তন্তু মসৃণ হয়৷ খুব তাড়াতাড়ি গলে যেতে পারে৷ মাটন কোর্মা বা বিরিয়ানির জন্য এই মাংসের ব্যবহার চলে৷ মাংসের ঝোলে ব্যবহার ততটাও উপযুক্ত নয়৷
পাঁজর: এই অংশের মাংসকে চ্যাপ বলে৷ এই অংশের মাংস নরম, কিন্তু হাড় থাকে৷ তন্তু মসৃণ হয়৷ খুব তাড়াতাড়ি গলে যেতে পারে৷ মাটন কোর্মা বা বিরিয়ানির জন্য এই মাংসের ব্যবহার চলে৷ মাংসের ঝোলে ব্যবহার ততটাও উপযুক্ত নয়৷
advertisement
7/12
কটি: মেরুদণ্ড থেকে কটি পর্যন্ট অংশের মাংসে হাড় বেশি থাকে৷ মাটন কারির জন্য, বা ঝোলের জন্য এই মাংস সবচেয়ে ভাল৷ এই অংশ হাড়-সহ বা হাড় ছাড়া রান্না করা যায়৷ পায়ের সামনের অংশও এই অংশের মাংসের মধ্যে পড়ে৷ মাংস নরম এবং কম তন্তু যুক্ত হয়৷
কটি: মেরুদণ্ড থেকে কটি পর্যন্ট অংশের মাংসে হাড় বেশি থাকে৷ মাটন কারির জন্য, বা ঝোলের জন্য এই মাংস সবচেয়ে ভাল৷ এই অংশ হাড়-সহ বা হাড় ছাড়া রান্না করা যায়৷ পায়ের সামনের অংশও এই অংশের মাংসের মধ্যে পড়ে৷ মাংস নরম এবং কম তন্তু যুক্ত হয়৷
advertisement
8/12
রান: বাবা-ঠাকুরদারা যখন প্রথম মাংস কিনতে শেখান, তখন এই রান অংশের মাংসকেই ‘ফার্স্ট প্রায়োরিটি’ দেন৷ এটি ছাগলের পায়ের উপরের অংশের মাংস৷ এখানে চর্বি খুব কম থাকে৷ হাড় বিহীন মাংসের জন্য ব্যবহৃত হয়৷
রান: বাবা-ঠাকুরদারা যখন প্রথম মাংস কিনতে শেখান, তখন এই রান অংশের মাংসকেই ‘ফার্স্ট প্রায়োরিটি’ দেন৷ এটি ছাগলের পায়ের উপরের অংশের মাংস৷ এখানে চর্বি খুব কম থাকে৷ হাড় বিহীন মাংসের জন্য ব্যবহৃত হয়৷
advertisement
9/12
রান:এখান থেকে কিমা বের করা যেতে পারে৷ তাই গোল বটি, কিমা কিংবা কাবাবের জন্য এই অংশের মাংস আদর্শ৷ এখান থেকে তন্দুর কিংবা বিরিয়ানির মাংসও নেওয়া হয়৷ রানের টিউবের মাংস নিহারীতে ব্যবহৃত হয়৷ বাড়ির দুপুরের তুলতুলে মাংসের ঝোল কিংবা কষা কারির জন্যেও এই মাংস আদর্শ৷
রান:এখান থেকে কিমা বের করা যেতে পারে৷ তাই গোল বটি, কিমা কিংবা কাবাবের জন্য এই অংশের মাংস আদর্শ৷ এখান থেকে তন্দুর কিংবা বিরিয়ানির মাংসও নেওয়া হয়৷ রানের টিউবের মাংস নিহারীতে ব্যবহৃত হয়৷ বাড়ির দুপুরের তুলতুলে মাংসের ঝোল কিংবা কষা কারির জন্যেও এই মাংস আদর্শ৷
advertisement
10/12
বং: এটি ছাগলের পায়ের উপরে এবং উরুর মাঝের অংশের মাংস৷ এটি খুব একটা চর্বিযুক্ত হয় না৷ তাছাড়া. এই অংশের মাংসে প্রচুর ছোট হাড় থাকে৷ এটি স্যুপ-স্টুয়ের জন্য ভাল৷ নিহারী তৈরিতেও ব্যবহার করা হয়৷ বিরিয়ানিতে নল্লি বা নরম মাংস খেতে চাইলে এই অংশের মাংস কিনতে পারেন৷
বং: এটি ছাগলের পায়ের উপরে এবং উরুর মাঝের অংশের মাংস৷ এটি খুব একটা চর্বিযুক্ত হয় না৷ তাছাড়া. এই অংশের মাংসে প্রচুর ছোট হাড় থাকে৷ এটি স্যুপ-স্টুয়ের জন্য ভাল৷ নিহারী তৈরিতেও ব্যবহার করা হয়৷ বিরিয়ানিতে নল্লি বা নরম মাংস খেতে চাইলে এই অংশের মাংস কিনতে পারেন৷
advertisement
11/12
পা: ছাগলের পায়ের অংশ খারোদ নামে পরিচিত৷ এখানে বেশির ভাগটাই হাড়৷ তবে মাংস-ভাতের শেষ পাতে যাঁরা হাড়ির অস্থিমজ্জা থালায় ঠুকে বের করে বা শুষে খেতে পছন্দ করেন, তাঁরা এই অংশের মাংস খানিকটা রাখতে পারেন৷ তবে এই অংশে যেহেতু বেশিরভাগটাই হাড়, তাই মহার্ঘ খাসির মাংসের অনেকটাই ‘লস’ হয়৷ তবে স্যুপের জন্য এই অংশ আদর্শ৷
পা: ছাগলের পায়ের অংশ খারোদ নামে পরিচিত৷ এখানে বেশির ভাগটাই হাড়৷ তবে মাংস-ভাতের শেষ পাতে যাঁরা হাড়ির অস্থিমজ্জা থালায় ঠুকে বের করে বা শুষে খেতে পছন্দ করেন, তাঁরা এই অংশের মাংস খানিকটা রাখতে পারেন৷ তবে এই অংশে যেহেতু বেশিরভাগটাই হাড়, তাই মহার্ঘ খাসির মাংসের অনেকটাই ‘লস’ হয়৷ তবে স্যুপের জন্য এই অংশ আদর্শ৷
advertisement
12/12
তুলতুলে নরম খাসির মাংস চেনার উপায়: সদ্য জবাই-করা মাংস সাধারণত বেশি নরম হয়। তা ছাড়া, মাংসে চর্বির পরিমাণ কেমন তা-ও অনেকটা ঠিক করে দেয়, কত তাড়াতাড়ি সেই মাংস সেদ্ধ হবে। খাসির রান, ঘাড়, কাঁধ ও পাঁজরের মাংসে চর্বির পরিমাইণ একদম ঠিকঠাক থাকে। তাই এই সব অংশের মাংস বেশি নরম হয়।
তুলতুলে নরম খাসির মাংস চেনার উপায়: সদ্য জবাই-করা মাংস সাধারণত বেশি নরম হয়। তা ছাড়া, মাংসে চর্বির পরিমাণ কেমন তা-ও অনেকটা ঠিক করে দেয়, কত তাড়াতাড়ি সেই মাংস সেদ্ধ হবে। খাসির রান, ঘাড়, কাঁধ ও পাঁজরের মাংসে চর্বির পরিমাইণ একদম ঠিকঠাক থাকে। তাই এই সব অংশের মাংস বেশি নরম হয়।
advertisement
advertisement
advertisement