Musur Dal Side Effect: মুসুর ডালে ভরপুর প্রোটিন, কিন্তু এই ডাল সবার জন্য নয়, কারা ভুলেও মুসুর ডাল ছোঁবেন না? পড়ুন
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Musur Dal Side Effect: প্রোটিনের ক্ষেত্রে মাছ-মাংসের বিকল্প হিসাবে অনেকেই মুসুর ডাল খান। কিন্তু মুসুর ডাল সবার জন্য নয়। কারা খাবেন না? পড়ুন
advertisement
অন্যান্য ডালের চেয়ে মুসুর ডালে প্রোটিনের পরিমাণ বেশি। পুষ্টিবিদেরা বলেন, এক কাপ সেদ্ধ মুসুর ডাল থেকে পাওয়া যায় ১৮০ ক্যালোরি। এতে প্রোটিনের পরিমাণ প্রায় ১০ গ্রাম এবং ফাইবার রয়েছে ৬ গ্রাম। প্রোটিনের ক্ষেত্রে মাছ-মাংসের বিকল্প হিসাবে অনেকেই মুসুর ডাল খান। কিন্তু মুসুর ডাল সবার জন্য নয়। কারা খাবেন না?লেখা-- পিয়া গুপ্তা
advertisement
বিশিষ্ট চিকিৎসক কিংশুক প্রামাণিক জানান, মসুর ডাল ফাইবার সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এ ছাড়া মসুর ডাল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। মসুর ডাল রক্তাল্পতা প্রতিরোধ করে এবং হার্টের স্বাস্থ্য, উজ্জ্বল ত্বক এবং হাড়ের স্বাস্থ্যের জন্যও উপকারী। তবে যাদের উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাঁদের এই ডাল এড়িয়ে চলা উচিৎ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









