Mustard Oil For Skin: ঝাঁঝেরও, আবার কাজেরও! রূপচর্চায় জুড়ি নেই 'এই' তেলের, হাতে তুলে নিন আজই!

Last Updated:
Mustard Oil For Skin: শুধু আচার তৈরি বা মাছ ভাজতে নয়, এবার থেকে রূপচর্চার রুটিনেও থাকুক সর্ষের তেল।
1/6
ত্বকের যত্নে তেলের ব্যবহারের প্রসঙ্গ উঠলেও সবার আগে নাম আসে নারকেল তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল ইত্যাদির। সেখানে প্রায় এক কোণে ব্রাত্য হয়ে পড়েই থাকে সর্ষের তেল। রান্নাঘরে তার দাপট থাকলেও ত্বকের যত্নে খুব একটা জনপ্রিয়তা পায়নি এখনও এই তেল। কিন্তু সর্ষের তেল যে ত্বকের জন্য কতটা উপকারী সেটা শুনলে বিস্মিত হবেন অনেকেই। শুধু আচার তৈরি বা মাছ ভাজতে নয়, এবার থেকে রূপচর্চার রুটিনেও থাকুক সর্ষের তেল।
ত্বকের যত্নে তেলের ব্যবহারের প্রসঙ্গ উঠলেও সবার আগে নাম আসে নারকেল তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল ইত্যাদির। সেখানে প্রায় এক কোণে ব্রাত্য হয়ে পড়েই থাকে সর্ষের তেল। রান্নাঘরে তার দাপট থাকলেও ত্বকের যত্নে খুব একটা জনপ্রিয়তা পায়নি এখনও এই তেল। কিন্তু সর্ষের তেল যে ত্বকের জন্য কতটা উপকারী সেটা শুনলে বিস্মিত হবেন অনেকেই। শুধু আচার তৈরি বা মাছ ভাজতে নয়, এবার থেকে রূপচর্চার রুটিনেও থাকুক সর্ষের তেল।
advertisement
2/6
ত্বকের ক্ষত নিরাময় করে  সর্ষের দানা পিষে তার থেকে তেল বের করা হয়।সর্ষের তেল ঝাঁঝালো প্রকৃতির হয়। তাই এর গন্ধ খুব একটা সুন্দর না হলেও ত্বকের ক্ষত নিরাময়ে কাজে আসে সর্ষের তেল।
ত্বকের ক্ষত নিরাময় করে সর্ষের দানা পিষে তার থেকে তেল বের করা হয়।সর্ষের তেল ঝাঁঝালো প্রকৃতির হয়। তাই এর গন্ধ খুব একটা সুন্দর না হলেও ত্বকের ক্ষত নিরাময়ে কাজে আসে সর্ষের তেল।
advertisement
3/6
ত্বক পরিষ্কার করতে  যেহেতু সর্ষের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তাই একটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে এটি দুর্দান্ত ভাবে কাজ করে। তেল মুখে লাগালে অনেক ক্ষেত্রে মুখের ছিদ্র বন্ধ হয়ে গিয়ে ব্রন দেখা দিতে পারে।কিন্তু এই তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় না, তাই মেকআপ রিমুভার হিসাবেওএতি ব্যবহার করা যায়। কয়েক ফোঁটা সর্ষের তেল তুলোর বলে নিয়ে থুপে থুপে ব্যবহার করতে হবে।
ত্বক পরিষ্কার করতে যেহেতু সর্ষের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তাই একটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে এটি দুর্দান্ত ভাবে কাজ করে। তেল মুখে লাগালে অনেক ক্ষেত্রে মুখের ছিদ্র বন্ধ হয়ে গিয়ে ব্রন দেখা দিতে পারে।কিন্তু এই তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় না, তাই মেকআপ রিমুভার হিসাবেওএতি ব্যবহার করা যায়। কয়েক ফোঁটা সর্ষের তেল তুলোর বলে নিয়ে থুপে থুপে ব্যবহার করতে হবে।
advertisement
4/6
অ্যাকনে প্রতিরোধ করে  এই তেল প্রদাহ কমায় এবং এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। তাই অ্যাকনে রোধ করতে পারে এই তেল। কয়েক ফোঁটা সর্ষের তেল হাতের তালুতে নিয়ে মুখে হাল্কা করে মাসাজ করে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।
অ্যাকনে প্রতিরোধ করে এই তেল প্রদাহ কমায় এবং এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। তাই অ্যাকনে রোধ করতে পারে এই তেল। কয়েক ফোঁটা সর্ষের তেল হাতের তালুতে নিয়ে মুখে হাল্কা করে মাসাজ করে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।
advertisement
5/6
ডার্ক স্পট কম করে  এক টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে মুখে লাগাতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ডার্ক স্পট ধীরে ধীরে হালকা হয়ে যাবে।
ডার্ক স্পট কম করে এক টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে মুখে লাগাতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ডার্ক স্পট ধীরে ধীরে হালকা হয়ে যাবে।
advertisement
6/6
প্রাকৃতিক সেরাম  ত্বকে জেল্লা আনতে অনেকেই সেরাম ব্যবহার করেন। বাজারে অনেক সেরাম পাওয়া গেলেও তার দাম নেহাত কম কিছু নয়। এবার থেকে আর সেরামের জন্য এক গাদা পয়সা খরচ করার দরকার নেই। সেরাম হিসাবে সর্ষের তেলই যথেষ্ট। রাত্রে শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা সর্ষের তেল মুখে মাসাজ করতে হবে। সকালে উঠলেই তফাৎ স্পষ্ট বোঝা যাবে।
প্রাকৃতিক সেরাম ত্বকে জেল্লা আনতে অনেকেই সেরাম ব্যবহার করেন। বাজারে অনেক সেরাম পাওয়া গেলেও তার দাম নেহাত কম কিছু নয়। এবার থেকে আর সেরামের জন্য এক গাদা পয়সা খরচ করার দরকার নেই। সেরাম হিসাবে সর্ষের তেলই যথেষ্ট। রাত্রে শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা সর্ষের তেল মুখে মাসাজ করতে হবে। সকালে উঠলেই তফাৎ স্পষ্ট বোঝা যাবে।
advertisement
advertisement
advertisement