Mustard Oil For Skin: ঝাঁঝেরও, আবার কাজেরও! রূপচর্চায় জুড়ি নেই 'এই' তেলের, হাতে তুলে নিন আজই!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mustard Oil For Skin: শুধু আচার তৈরি বা মাছ ভাজতে নয়, এবার থেকে রূপচর্চার রুটিনেও থাকুক সর্ষের তেল।
ত্বকের যত্নে তেলের ব্যবহারের প্রসঙ্গ উঠলেও সবার আগে নাম আসে নারকেল তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল ইত্যাদির। সেখানে প্রায় এক কোণে ব্রাত্য হয়ে পড়েই থাকে সর্ষের তেল। রান্নাঘরে তার দাপট থাকলেও ত্বকের যত্নে খুব একটা জনপ্রিয়তা পায়নি এখনও এই তেল। কিন্তু সর্ষের তেল যে ত্বকের জন্য কতটা উপকারী সেটা শুনলে বিস্মিত হবেন অনেকেই। শুধু আচার তৈরি বা মাছ ভাজতে নয়, এবার থেকে রূপচর্চার রুটিনেও থাকুক সর্ষের তেল।
advertisement
advertisement
ত্বক পরিষ্কার করতে যেহেতু সর্ষের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তাই একটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে এটি দুর্দান্ত ভাবে কাজ করে। তেল মুখে লাগালে অনেক ক্ষেত্রে মুখের ছিদ্র বন্ধ হয়ে গিয়ে ব্রন দেখা দিতে পারে।কিন্তু এই তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় না, তাই মেকআপ রিমুভার হিসাবেওএতি ব্যবহার করা যায়। কয়েক ফোঁটা সর্ষের তেল তুলোর বলে নিয়ে থুপে থুপে ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
advertisement
প্রাকৃতিক সেরাম ত্বকে জেল্লা আনতে অনেকেই সেরাম ব্যবহার করেন। বাজারে অনেক সেরাম পাওয়া গেলেও তার দাম নেহাত কম কিছু নয়। এবার থেকে আর সেরামের জন্য এক গাদা পয়সা খরচ করার দরকার নেই। সেরাম হিসাবে সর্ষের তেলই যথেষ্ট। রাত্রে শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা সর্ষের তেল মুখে মাসাজ করতে হবে। সকালে উঠলেই তফাৎ স্পষ্ট বোঝা যাবে।