Weekend Trip: হাতে দু’দিনের ছুটি? আপনার অপেক্ষায় জল-জঙ্গল-পাহাড় ঘেরা রাঙামাটির দেশ মুকুটমণিপুর

Last Updated:
Weekend Trip: পুজোর আগে শরতের মুকুটমনিপুর। অসাধারণ সুন্দর, এবং মেঘের লুকোচুরি। তুলোর মত সাদা মেঘ এবং নীল জল।
1/6
পুজোর আগে শরতের মুকুটমণিপুর। অসাধারণ সুন্দর, এবং মেঘের লুকোচুরি। প্যাঞ্জা তুলোর মত মেঘ আর নীল জল।
পুজোর আগে শরতের মুকুটমনিপুর। অসাধারণ সুন্দর, এবং মেঘের লুকোচুরি। তুলোর মত সাদা মেঘ এবং নীল জল।
advertisement
2/6
মুকুটমণিপুর এবং নৌকো বিহার। বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে এসেছেন আর নৌকো বিহারে যাবেন না এটা হয় না। আর নৌকো বিহারে গেলে অবশ্যই চোখে পড়বে কাঠের নৌকগুলি। বিশেষভাবে চোখে পড়বে নৌকা গুলির নাম। প্রত্যেকটি নৌকার রয়েছে আলাদা আলাদা নাম। এই নাম গুলোই যেন বার নার ডেকে আনে পর্যটকদের।
মুকুটমণিপুর এবং নৌকো বিহার। বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে এসেছেন আর নৌকো বিহারে যাবেন না এটা হয় না। আর নৌকো বিহারে গেলে অবশ্যই চোখে পড়বে কাঠের নৌকগুলি। বিশেষভাবে চোখে পড়বে নৌকা গুলির নাম। প্রত্যেকটি নৌকার রয়েছে আলাদা আলাদা নাম। এই নাম গুলোই যেন বার নার ডেকে আনে পর্যটকদের।
advertisement
3/6
বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে মুকুটমণিপুরে। চলতি মরসুমে বৃষ্টির জেরে তাতে ভাটা পড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রাণী মুকুটমণিপুর। সৌন্দর্যের টানে পর্যটন মরসুম ছাড়াও বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের আনাগোনা রয়েছে এখানে। এখানে রয়েছে সরকারি ও বেসরকারি বহু হোটেল, দোকানপাট।
বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে মুকুটমণিপুরে। চলতি মরসুমে বৃষ্টির জেরে তাতে ভাটা পড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রাণী মুকুটমণিপুর। সৌন্দর্যের টানে পর্যটন মরসুম ছাড়াও বছরের বিভিন্ন সময়ে পর্যটকদের আনাগোনা রয়েছে এখানে। এখানে রয়েছে সরকারি ও বেসরকারি বহু হোটেল, দোকানপাট।
advertisement
4/6
মুকুটমণিপুর ঘুরতে গিয়ে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইকো সাইকেল। চাইলে আপনার মনের মানুষকে চাপিয়ে একান্তে ঝামেলা ছাড়াই ঘুরে দেখুন মুকুটমনিপুর। মনোরম প্রকৃতির মধ্যে আনন্দের সঙ্গে চালান সাইকেল।
মুকুটমণিপুর ঘুরতে গিয়ে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইকো সাইকেল। চাইলে আপনার মনের মানুষকে চাপিয়ে একান্তে ঝামেলা ছাড়াই ঘুরে দেখুন মুকুটমনিপুর। মনোরম প্রকৃতির মধ্যে আনন্দের সঙ্গে চালান সাইকেল।
advertisement
5/6
রয়েছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা। মুকুটমণিপুরে পাবেন নামি দামী প্রচুর হোটেল এবং রিসর্ট। সব স্তরের সার্ভিস পাবেন
রয়েছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা। মুকুটমণিপুরে পাবেন নামি দামী প্রচুর হোটেল এবং রিসর্ট। সব স্তরের সার্ভিস পাবেন।
advertisement
6/6
আসানসোল থেকে বেড়াতে এসেছেন নমিতা চ্যাটার্জী, তিনি বলেন, কয়েকদিন ছুটি জোগাড় করে বাঁকুড়া পুরুলিয়া ঘুরছি, খুব ভাল লাগে মুকুটমনিপুর যতবার আসি। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
আসানসোল থেকে বেড়াতে এসেছেন নমিতা চ্যাটার্জী, তিনি বলেন, কয়েকদিন ছুটি জোগাড় করে বাঁকুড়া পুরুলিয়া ঘুরছি, খুব ভাল লাগে মুকুটমনিপুর যতবার আসি। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement