শারীরিক বা মানসিক যে কোনও কারণেই আমাদের মুড অফ হয়ে যেতে পারে। আগে যেটা ছিল তিরিক্ষি মেজাজ, সেটাই এখনকার পরিভাষায় মুড অফ। মাঝে মাঝে আমাদের মেজাজ বিগড়ে যেতেই পারে। কিন্তু সেটাই যদি স্বভাব হয়ে যায়, তাহলে সমস্যা। মনোবিদের সাহায্য নিতেই পারেন। এছাড়াও কিছু টিপস মেনে চলুন। মুড অফের সমস্যা থেকে রেহাই পাবেন।