Monsoon Tips: বর্ষায় ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধতে নাজেহাল! মুক্তির উপায় আছে আপনার নিজের বাড়িতেই

Last Updated:
Monsoon Tips: বৃষ্টির জল যেন না আসে তাই অনেক সময় জানালা-দরজা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। জেনে নিন এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়-
1/6
বর্ষা মানেই কখনও টিপটাপ বা কখনও অছোড় ধারায় বৃষ্টি। বৃষ্টির জল যেন না আসে তাই অনেক সময় জানালা-দরজা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না।
বর্ষা মানেই কখনও টিপটাপ বা কখনও অছোড় ধারায় বৃষ্টি। বৃষ্টির জল যেন না আসে তাই অনেক সময় জানালা-দরজা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না।
advertisement
2/6
আবার অন‍্যদিকে, ভেজা কাপড় শুকানোর সমস্যা হয়ে দাঁড়ায় বর্ষাকালে। তাই বাধ্য হয়ে বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে হয়। এই সব কারণে বাড়ির মধ‍্যে স্যাঁতস্যাতে দুর্গন্ধ তৈরি হয়। জেনে নিন এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়-
আবার অন‍্যদিকে, ভেজা কাপড় শুকানোর সমস্যা হয়ে দাঁড়ায় বর্ষাকালে। তাই বাধ্য হয়ে বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে হয়। এই সব কারণে বাড়ির মধ‍্যে স্যাঁতস্যাতে দুর্গন্ধ তৈরি হয়। জেনে নিন এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়-
advertisement
3/6
ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে কোনও একটি উঁচু জায়গায় বাটিতে সামান্য ভিনেগার ঢেলে রাখুন। ভিনেগার রাতারাতিই ঘরের দুর্গন্ধ শুষে নেবে।
ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে কোনও একটি উঁচু জায়গায় বাটিতে সামান্য ভিনেগার ঢেলে রাখুন। ভিনেগার রাতারাতিই ঘরের দুর্গন্ধ শুষে নেবে।
advertisement
4/6
চাইলে বিভিন্ন গন্ধের সুগন্ধি মাঝে মধ্যে জ্বালিয়ে রাখতে পারেন ঘরে। বা রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। গন্ধ অনেকক্ষণ স্থায়ী হবে এমন ফ্রেশনার কিনুন।
চাইলে বিভিন্ন গন্ধের সুগন্ধি মাঝে মধ্যে জ্বালিয়ে রাখতে পারেন ঘরে। বা রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। গন্ধ অনেকক্ষণ স্থায়ী হবে এমন ফ্রেশনার কিনুন।
advertisement
5/6
বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও পরে তা থেমে গেলে জানলা খুলে দিন। দিনের কিছুক্ষণ সময় জানলা-দরজা খুলে হাওয়া ঢুকতে দিন। এতে এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।
বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও পরে তা থেমে গেলে জানলা খুলে দিন। দিনের কিছুক্ষণ সময় জানলা-দরজা খুলে হাওয়া ঢুকতে দিন। এতে এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।
advertisement
6/6
বর্ষায় জানলা-দরজার পর্দা, বিছানার চাদর থেকেও গন্ধ ছড়াতে পারে। এই মরসুমে সপ্তাহে এক বার করে পর্দা ও চাদর কাচতে পারেন।আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে তাকে ন্যাপথলিন রাখতে পারেন।
বর্ষায় জানলা-দরজার পর্দা, বিছানার চাদর থেকেও গন্ধ ছড়াতে পারে। এই মরসুমে সপ্তাহে এক বার করে পর্দা ও চাদর কাচতে পারেন।আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে তাকে ন্যাপথলিন রাখতে পারেন।
advertisement
advertisement
advertisement