Mother’s Day 2022: মা-দিবসে কী উপহার দেবেন ভেবেছেন? এখানে রইল কিছু অভিনব উপহারের তালিকা...

Last Updated:
Mother’s Day 2022: গাছ একটি পরিবেশ-বান্ধব উপহার৷ যদি আপনার মা বাগান করতে ভালবাসেন তবে এটা পছন্দ করবেনই।
1/5
বলা হয় 'ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না, তাই তিনি মা তৈরি করেছেন'। সন্তানের জন্ম দেওয়া থেকে শুরু করে নিঃশর্ত ভালবাসা, প্রতিমুহূর্তে জীবনের সবথেকে গুরুদায়িত্ব পালন করেন তাঁরা। আমরা আমাদের মায়ের জন্য যাই করি না কেন তা তাঁর ত্যাগের জন্য যথেষ্ট নয়। মে মাসের দ্বিতীয় রবিবারমাকে ধন্যবাদ জানানোর ছোট্ট একটা সুযোগ দেয়। এই বছর কিছু সুন্দর উপহার দিয়ে আপনার মাকে ধন্যবাদ জানাতে পারেন।
বলা হয় 'ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না, তাই তিনি মা তৈরি করেছেন'। সন্তানের জন্ম দেওয়া থেকে শুরু করে নিঃশর্ত ভালবাসা, প্রতিমুহূর্তে জীবনের সবথেকে গুরুদায়িত্ব পালন করেন তাঁরা। আমরা আমাদের মায়ের জন্য যাই করি না কেন তা তাঁর ত্যাগের জন্য যথেষ্ট নয়। মে মাসের দ্বিতীয় রবিবারমাকে ধন্যবাদ জানানোর ছোট্ট একটা সুযোগ দেয়। এই বছর কিছু সুন্দর উপহার দিয়ে আপনার মাকে ধন্যবাদ জানাতে পারেন।
advertisement
2/5
গয়না বোধ হয় সব মায়েদেরই অল্প বিস্তর পছন্দ৷ তবে মুহূর্তে আপনার সোনা কেনার সামর্থ্য নাও থাকতে পারে৷ তাই সেই পরিস্থিতিতে মুক্ত একটি ভাল বিকল্প৷
গয়না বোধ হয় সব মায়েদেরই অল্প বিস্তর পছন্দ৷ তবে মুহূর্তে আপনার সোনা কেনার সামর্থ্য নাও থাকতে পারে৷ তাই সেই পরিস্থিতিতে মুক্ত একটি ভাল বিকল্প৷
advertisement
3/5
গাছ এই পরিবেশ-বান্ধব উপহার{ যদি তিনি বাগান করতে ভালবাসেন তবে  এটা পছন্দ করবেনই। আপনি পটেড প্ল্যান্ট অর্ডার করতে পারেন বা যেকোনো দোকান থেকে পেতে পারেন।  চক পেইন্টের কয়েকটি কোট দিযে এবং  স্টিকার দিয়ে সাজিয়ে একটি পুরনো পাত্রকেও কাস্টমাইজড করতে পারেন।
গাছ এই পরিবেশ-বান্ধব উপহার{ যদি তিনি বাগান করতে ভালবাসেন তবে এটা পছন্দ করবেনই। আপনি পটেড প্ল্যান্ট অর্ডার করতে পারেন বা যেকোনো দোকান থেকে পেতে পারেন। চক পেইন্টের কয়েকটি কোট দিযে এবং স্টিকার দিয়ে সাজিয়ে একটি পুরনো পাত্রকেও কাস্টমাইজড করতে পারেন।
advertisement
4/5
আপনার মাকে একটি  ফুট স্পা এবং ম্যাসাজার উপহার দিতে পারেন যা স্বয়ংক্রিয় রোলার, ডিজিটাল প্যানেল এবং জল গরম করার প্রযুক্তি সহ আসে। এটি তাঁকে আরাম দেবে।
আপনার মাকে একটি ফুট স্পা এবং ম্যাসাজার উপহার দিতে পারেন যা স্বয়ংক্রিয় রোলার, ডিজিটাল প্যানেল এবং জল গরম করার প্রযুক্তি সহ আসে। এটি তাঁকে আরাম দেবে।
advertisement
5/5
একটি হাতে তৈরি কার্ড সবসময়েই সেরা উপহার। সন্তানের হাতে বানানোর উপহারের থেকে ভাল আর কী হয়! এইদিনটা মাকে বরং ছুটিই দিন৷ তাঁকে রান্না করে খাওয়ান৷ সিনেমা দেখতে নিয়ে যান৷ সময় কাটান৷
একটি হাতে তৈরি কার্ড সবসময়েই সেরা উপহার। সন্তানের হাতে বানানোর উপহারের থেকে ভাল আর কী হয়! এইদিনটা মাকে বরং ছুটিই দিন৷ তাঁকে রান্না করে খাওয়ান৷ সিনেমা দেখতে নিয়ে যান৷ সময় কাটান৷
advertisement
advertisement
advertisement